সনাতন ব্রাহ্মণদের ভাতা দেওয়া ঘোষণা করার পর আজ রাজ্যজুড়ে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালন করলেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট।
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নবান্ন থেকে ঘোষণা করেন যে সনাতন ব্রাহ্মণ দের মাসিক এক…
সনাতন ব্রাহ্মণদের ভাতা দেওয়া ঘোষণা করার পর আজ রাজ্যজুড়ে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালন করলেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট।
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নবান্ন থেকে ঘোষণা করেন যে সনাতন ব্রাহ্মণ দের মাসিক এক হাজার টাকা করে ৮ হাজার দরিদ্র ব্রাহ্মণদের বিশেষ ভাতা এবং গরিব ব্রাহ্মণদের পশ্চিমবঙ্গ আবাস যোজনা ঘর নির্মাণ করার ঘোষণা করেন। আর সেই ঘোষণা করার পর আজ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় রাজ্য অফিস থেকে পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র র নেতৃত্বে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালন করেন। আবির মেখে মিষ্টিমুখ করে বাদ্য ঘন্টা শঙ্খনীল বাজিয়ে মেছেদা এলাকায় এক বিজয় মিছিল বের করেন। জেলার প্রতিটি ব্লকেই এহেন কর্মসূচি হয় ।
বিজেপি তমলুক সাংগঠনিক সভাপতি নবারুণ নায়েক জানান সামনে বিধানসভা ভোট। তাই রাজনৈতিক ফায়দা তোলার জন্য করছে। মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প ঘোষণা করেছে কিন্তু কোনটাই বাস্তবে কাজ হয়নি। তাই গরিব ব্রাহ্মণদের নিয়ে রাজনীতি করছে।