*ভ্রূণের ডেকে লকিনভার*
অসীম দাস
হলুদ বিষাদ ডিঙিয়ে সবুজ শতাব্দী ফুটুক মনে , আত্মঘাতী নলবনে ,গড্ডালিকায় ভাসছে সময় প্রপঞ্চ ফিরিয়ে এনে গাঁথবো মালা চুম্বনে ।
ফসল এসে বলবে মাঠে-- দাও শেকড় সন্ততি তোর গর্ভে মেলা জাতক-ভোর ,শুকনো পুক…
*ভ্রূণের ডেকে লকিনভার*
অসীম দাস
হলুদ বিষাদ ডিঙিয়ে সবুজ শতাব্দী
ফুটুক মনে , আত্মঘাতী নলবনে ,
গড্ডালিকায় ভাসছে সময় প্রপঞ্চ
ফিরিয়ে এনে গাঁথবো মালা চুম্বনে ।
ফসল এসে বলবে মাঠে-- দাও শেকড়
সন্ততি তোর গর্ভে মেলা জাতক-ভোর ,
শুকনো পুকুর ভরবে আষাঢ় সেই আশা
বাঁচিয়ে রাখি পরম্পরায় বাঁচার ঘোর ।
সুপ্ত প্রীতিই গোপন ঝড়ে প্রবল বীজ
বীজের ভিতর চক্র ঘোরে চক্রাকার ,
ডুবতে পারে ছায়ার জাহাজ উত্তাপে
ভ্রূণের ডেকে বসত করে লকিনভার !