West Bengal SLST Candidates Association এবং West Bengal Teachers Job Candidate Association এর উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক এর অফিসের গেট ঘেরাও করে বিক্ষোভ। 7 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ। বিক্ষোভের পর পূর্ব মেদিনীপুর জেল…
West Bengal SLST Candidates Association এবং West Bengal Teachers Job Candidate Association এর উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক এর অফিসের গেট ঘেরাও করে বিক্ষোভ। 7 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ। বিক্ষোভের পর পূর্ব মেদিনীপুর জেলা শাসক পার্থ ঘোষ এর কাছে লিখিত ডেপুটেশন ও দেওয়া হয়।
অক্টোবর, 2020 এর মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, গেজেট পরিবর্তন করে শুধুমাত্র বিষয়ের ওপর ভিত্তি করে পরীক্ষা নিতে হবে, সমস্ত আপডেট শূন্যপদে নিয়োগ করতে হবে, নিয়োগ ডিসেম্বর এর মধ্যে সম্পূর্ণ করতে হবে, পুরো প্যানেল প্রকাশ করতে হবে, প্রতি বছর ssc করতে হবে ইত্যাদি মোট 7 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ।