#শিরোনাম_গোলাপ_দিবস#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত#তারিখ_২২_০৯_২০২০_ইং।***************************স্মৃতিভরা কল্লোল কোলাহলেদুলে চলে মৃদুবায় সমীরণ,ব্যথা পায় চেতন বোধ,ভাল্লাগেনা খুঁটি যে ঐখানেতেই পোঁতা।একঘেয়েমির ভ্রমরা তানে,গোধূলির সেই…
#শিরোনাম_গোলাপ_দিবস
#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত
#তারিখ_২২_০৯_২০২০_ইং।
***************************
স্মৃতিভরা কল্লোল কোলাহলে
দুলে চলে মৃদুবায় সমীরণ,
ব্যথা পায় চেতন বোধ,
ভাল্লাগেনা খুঁটি যে ঐখানেতেই পোঁতা।
একঘেয়েমির ভ্রমরা তানে,
গোধূলির সেই সাঁঝ সকালে ,
আভাস পেয়ে গোলাপ দিবস
হাতছানি দেয় শরৎ ছোঁয়ে।
ভাবনারা সব উলট পালট,
উথাল পাথাল সন্ধ্যারাগে,
পানসি বেয়ে পৌঁছবে ঠিক,
অন্ধকারের উৎস মুখে।
অরুন্ধতী লুকিয়ে কেন?
কে বলে তুই স্বার্থপর!
ভেবেছিলে পতঙ্গ পণ,
গোধূলি বেলায় পুড়াবে মন।
আমি বলি আমার তুই,
থাকবি সদাই এই অন্তরে,
দেখবি তোর বক্ষ বন্ধনে,
গোলাপ হয়েই আমি তোর।