২২/০৯/২০কবিতানদী হয়ে ছুটে যায়শংকর ব্রহ্ম----------------সারাদিন ঘরে থেকে বেঁচে থাকা চলে না সারাদিন ঘোরে থাকে কোন কথা বলে নাসারাদিন ঘোরে ফেরে মাঠে গিয়ে খেলে না ঘরে বাতি আছে তবু কোন আলো জ্বলে না।
বুকে কত কথা জমে …
২২/০৯/২০
কবিতা
নদী হয়ে ছুটে যায়
শংকর ব্রহ্ম
----------------
সারাদিন ঘরে থেকে বেঁচে থাকা চলে না
সারাদিন ঘোরে থাকে কোন কথা বলে না
সারাদিন ঘোরে ফেরে মাঠে গিয়ে খেলে না
ঘরে বাতি আছে তবু কোন আলো জ্বলে না।
বুকে কত কথা জমে মুখ খুলে বলে না
পা-দুটো সচল তবু পথে নেমে চলে না
আছে দুটো ডানা তবু কিছুতেই মেলে না
আঁধার যে গাঢ় এত চোখ দুটো চলে না।
দুটো চোখ আছে তবু চোখ মেলে চলে না
মনে কত ব্যথা জমে তবু খুলে বলে না
ভালবাসা পেলে শুধু একা নিজে গলে না
নদী হয়ে ছুটে যায় কাউকে তা বলে না।