Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

গন্ধর্বের আনাগোনা   - অমিতাভ মীর 
শুরু হয়েছিলো কবে?সেদিন ছিলো প্রলয়ের নির্ঘন্ট, সৃষ্টির উল্লাস,জন্মদিন উদযাপনের কিছু বিষন্ন বিলাস,আরও একটা জন্মদিন আয়োজনের প্রাক্কালে;বুকের রক্তক্ষরণ থেকে প্রস্ফুটিত হলো হৃদিপদ্ম।বুকের বাইরে এসে হাত…

 


গন্ধর্বের আনাগোনা 

  - অমিতাভ মীর 


শুরু হয়েছিলো কবে?

সেদিন ছিলো প্রলয়ের নির্ঘন্ট, সৃষ্টির উল্লাস,

জন্মদিন উদযাপনের কিছু বিষন্ন বিলাস,

আরও একটা জন্মদিন আয়োজনের প্রাক্কালে;

বুকের রক্তক্ষরণ থেকে প্রস্ফুটিত হলো হৃদিপদ্ম।

বুকের বাইরে এসে হাত ধরে নিলো ভালোবাসা,

এক জন্মদিন থেকে আরেক জন্মদিনের পথে।


পথচলা কিছু ছিলো বাকি-

দুরন্ত যাত্রায় তখনো মুঠোয় ধরা ছিলো হাত, 

ভালোবাসা পায়ে পায়ে এগিয়ে এসে জড়িয়ে নিলো বুক;

সুখসায়রে আনন্দপালে লাগে বসন্ত বাতাস।

উত্তাল ঢেউয়ে দুলে ছোটে তরি দুরন্ত দুর্বার,

জয়রথে আসা বরমাল্য লুটিয়ে পড়ে শয্যায়, 

বসন্ত বাতাসে পুষ্পসুরভি; কে দেবে আর ফাঁকি!


পরকীয়ার বিলাসী বনে,

গন্ধর্বের আনাগোনা বাগানের কোণে কোণে।

মনে কার বসবাস, ঘটে কার সাথে সহবাস!

দেড় যুগ পার করে আরেকটা জন্মদিন ফিরে গেলে,

প্রিয়জন বলেই ভেবেছি যাকে এতকাল ধরে, 

সময়ের চোখে দেখি- আমি শুধু তার অতি প্রয়োজন;

প্রয়োজন শেষে ভালোবাসা ঘৃণা হয়ে গেলো ঝরে।


শরতের মেঘমালা কাঁদে,

ঝর ঝর ঝর চোখের জল নেমে আসে আকাশ ভেঙে।

রূপের আগুনে পোড়া ফাগুনের বনে-

নিজেকে নিঃস্ব করে নিবেদনের অমার্জনীয় মূঢ়তা,

হৃদয় হারানোর ব্যথা, প্রিয়-অপ্রিয় যত কথকতা;

অগ্নিদগ্ধ প্রেমিক অমনিবাস বুকে জীবন্মৃত

আশ্বিনের কাশবনে সমাহিত হয়ে থাকে একা।

★★★★★★★

©অমিতাভ মীর

চুয়াডাঙ্গা, বাংলাদেশ। 

৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ 

২৩ সেপ্টেম্বর ২০২০ খৃষ্টাব্দ।