আগামী ৩রা অক্টোবর বেআইনি অর্থলগ্নী সংস্থা পিনকন মামলার রায় ঘোষণার দিন অবিলম্বে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর মনোরঞ্জন রায়কে সমস্তরকম মেডিক্যাল সাপোর্ট দিয়ে তমলুক আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন বিচারক। সেই সংগে মনোরঞ্জনের স্ত্রী মৌ…
আগামী ৩রা অক্টোবর বেআইনি অর্থলগ্নী সংস্থা পিনকন মামলার রায় ঘোষণার দিন অবিলম্বে ওই সংস্থার অন্যতম ডিরেক্টর মনোরঞ্জন রায়কে সমস্তরকম মেডিক্যাল সাপোর্ট দিয়ে তমলুক আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন বিচারক। সেই সংগে মনোরঞ্জনের স্ত্রী মৌসুমী রায়কেও হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারকের।
বে- আইনি অর্থলগ্নি সংস্থা পিনকনে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন অনেকেই। সেই সমস্ত ক্ষতিগ্রস্ত আমানতকারীদের একাংশ পিনকন সংস্থার বিরুদ্ধ্যে খেজুরি থানায় ২০১৭ সালে অভিযোগ দায়ের করেন। ৪/১১/২০০৭ তারিখে রাজস্থান থেকে পিনকনের অন্যতম ডিরেক্টর মনোরঞ্জন রায় সহ কয়েকজনকে গ্রেপ্তার করে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্স বা ডিইও-এর আধিকারিকরা। একে একে মনোরঞ্জনের স্ত্রী সহ কুড়িজন ডিরেক্টরকে গ্রেপ্তার করে ডিইও। তমলুক জেলা দায়রা আদালতের অধিন অর্থনৈতিক অপরাধের বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয়। পরবর্তীকালে মনোরঞ্জনের স্ত্রী মৌসুমী রায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান। বিচার পর্ব চলাকালীন দুই ডিরেক্টর মারাও যান। দীর্ঘ শুনানির শেষে বিচারক আগামী ৩রা অক্টোবর পিনকন মামলার রায় ঘোষণার দিন ধার্য্য করেছেন। অভিযোগ বিচার পক্রিয়াকে আরো দীর্ঘতর করার জন্য অন্যতম অভিযুক্ত পিনকন কর্তা মনরঞ্জন রায় অসুস্থ রয়েছেন বলে চিকিৎসকের শংসাপত্র আজকে তমলুক আদালতে জমা করেছেন। বিচারপতি সেই আবেদনের প্রেক্ষিতে বলেছেন, আগামী ৩রা অক্টোবর অবিলম্বে মনোরঞ্জন রায়কে আদালতে হাজিরভহতে হবে। দরকার হলে সমস্ত্রকম মেডিকেল সাপোর্ট নিয়ে এমনকি যে দুজন চিকিৎসকের আওতাধীন তিনি রয়েছেন, তাদেরকে সংগে নিয়েই আসতে হবে। সেই সংগে মনোরঞ্জনের স্ত্রী মৌসুমীকেও হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে