Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

আজ এই গ্রুপে আমার প্রথম পোস্ট। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো সবাইকে...
#হৃদয়_নেমেছে_পায়#কাকলি_ভট্টাচার্য্য_মৈত্র
হৃদয় নেমেছে পায়...কতটা ভালবাসলে, তবে ভালোবাসা হয়!কতটা সহন ক্ষমতা আছে? বইবার!!বোঝা হলো না...তাই আজও বোঝাটা, ব…

 


আজ এই গ্রুপে আমার প্রথম পোস্ট। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো সবাইকে...


#হৃদয়_নেমেছে_পায়

#কাকলি_ভট্টাচার্য্য_মৈত্র


হৃদয় নেমেছে পায়...

কতটা ভালবাসলে, তবে ভালোবাসা হয়!

কতটা সহন ক্ষমতা আছে? বইবার!!

বোঝা হলো না...

তাই আজও বোঝাটা, বোঝা হয়েই রয়ে গেল

ভালোবাসা হলো না..

ভালোবাসার রস ভারে ন্যুব্জ হৃদয়,


......তবুও

ভালোবাসাটা আজও ছোঁয়া হলো না।

কতটা ভালবাসলে, তবে ভালোবাসা হয়!


অনেক অনেক বসন্ত পেরিয়ে, 

আজ নির্বাক ভালোবাসা, 

নিঃশব্দে শব্দ হয়ে, হৃদয় বেয়ে নামছে ধীরে

গড়ছে ছন্দ পট।

হৃদয়ের ভার হৃদয়ে বইছে

আপনার গান আপনি গাইছে

বসন্ত পেরিয়ে বসন্ত আসে

হৃদয় নেমেছে পায়...


কতটা ভালবাসলে? তবেই ভালোবাসা হয়!!