Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তেজস্বী জঙ্গলের যুবরাজ : মোদী

তরুন চট্টোপাধ্যায়। তেজস্বীকে জঙ্গলের যুবরাজ বললেন মোদী ,পাল্টা জবাবে তেজস্বী বললেন বিজেপি তিরিশটি হেলিকপ্টার নিয়ে ভোট চাইতে আসেন।বিহারের দ্বিতীয় দফা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব ক…

 


তরুন চট্টোপাধ্যায়।

 তেজস্বীকে জঙ্গলের যুবরাজ বললেন মোদী ,পাল্টা জবাবে তেজস্বী বললেন বিজেপি তিরিশটি হেলিকপ্টার নিয়ে ভোট চাইতে আসেন।

বিহারের দ্বিতীয় দফা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব কে জঙ্গল রাজের যুবরাজ আখ্যা দিলেন। আর এই কটাক্ষ কে হজম না করে তেজস্বী যাদব চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রীর দিকেই। জঙ্গল রাজ নিয়ে যুবরাজের স্টেপ আউট উনি প্রধানমন্ত্রী যা খুশি বলতে পারেন আমাকে।কিন্তু বিহারের মানুষের দুর্দশার কথা মুখে নেই কেন ভোট পাখির।

     বিহারের নির্বাচনের মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব সপাটেই খেললেন প্রধান মন্ত্রীর ছোঁড়া বল।বললেন মোদী জানেন বিহারের বেকারত্ব থেকে নানা সমস্যা ।আর এটা কেই

আড়ালে ঢাকতেই প্রধানমন্ত্রীর এই নয়া কৌশল।জোট সঙ্গী নীতীশ কুমার কে অক্সিজেন দিতেই প্রধানমন্ত্রী বিহারে এসেছেন ভোট পাখি হয়ে।আবার চলেও যাবেন।বিহার থাকবে বিহারেই।বিহারের উন্নয়ন নিয়ে কোন কথা নেই প্রধানমন্ত্রীর মুখে।

জঙ্গল রাজের যুবরাজ তেজস্বী ।প্রধানমন্ত্রীর মুখে এই কটাক্ষ শুনে বেজায় চটেছেন তেজস্বী যাদব।আর সেই কটাক্ষের জবাব ও দিয়েছেন সোজা ব্যাটে।

তেজস্বী বললেন বিজেপি পৃথিবীর সর্ব বৃহৎ রাজনৈতিক দল।আর তাতো হবেই।নির্বাচনী প্রচারে মোদী তিরিশ টি হেলিকপ্টার ব্যবহার করেছেন।আর আর জেডি গরীব মানুষকে নিয়ে কাজ করছেন।গরীব দের স্বার্থ দেখতেই এই মহাজোট ।সেখানে প্রধানমন্ত্রী বলতেই পারেন আমাকে জঙ্গল রাজের যুবরাজ ।ভোটেই মানুষ জবাব দেবেন কে বিহারে জঙ্গল রাজের যুবরাজ ।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দ্বারভাঙা সহ আরো দু জায়গায় বক্তব্য রাখেন।আর তাঁর সঙ্গী ছিলেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ।প্রধানমন্ত্রী স্বয়ং নীতীশ কুমার কেই আবার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করেন।আর বলেন নীতীশের জমানায় বিহার জুড়ে উন্নয়ন হয়েছে।উনি ফিরে এলে আরো উন্নয়ন হবে।

লালু প্রসাদের আর জে ডির নাম উচ্চারণ করে বলেন সেই জমানায় কৃষি ঋনের টাকা দেদার তছরুপ হয়েছে।চাকরি দেওয়ার নাম করে ঘুষের পর ঘুষের ঘটনা ঘটেছে।খুন জখম ডাকাতি রাহাজানি ছিল নিত্য ঘটনা।নীতীশ সরকার আসার পর সে সব বন্ধ হয়েছে।এন ডি এ সরকার বিহার জুড়ে উন্নয়নের কাজ ই করে গেছে।আবার ক্ষমতায় এন ডি এ ফিরে এলে উন্নয়ন আরো হবে।তাই নীতীশ কুমার কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবেই তিনি দেখতে চান।

মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব জঙ্গলের যুবরাজ।

তেজস্বী যাদব ও থেমে নেই।মোদীর জনপ্রিয়তা কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

বললেন মহাজোট ক্ষমতায় এলে গরীব মানুষের ই লাভ।বড় লোকের দল বিজেপি।তিরিশ টি হেলিকপ্টার উড়িয়ে ভোট চাইতে আসেন মোদীর দলবল।

বিহারের গরীব মানুষের কথা ভাবার সময় কোথায় মোদীজীর।

জঙ্গলের যুবরাজ পাল্টা জবাব তো দিয়েই দিলেন।

এখন রায় দেবেন জনতা জনার্দন।