রবিবার ভোরে তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে প্রাতঃভ্রমণ করতে যান। রূপনারায়ন নদীর পাড়ে কিছুক্ষণ বসে সময় কাটান দিলীপ ঘোষ। রূপনারায়ন নদীর পাড় থেকে হেঁটে তমলুক স্টিমারঘাট যাওয়ার পথে রাস্তার দুধারে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের কর্ম…
রবিবার ভোরে তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে প্রাতঃভ্রমণ করতে যান। রূপনারায়ন নদীর পাড়ে কিছুক্ষণ বসে সময় কাটান দিলীপ ঘোষ। রূপনারায়ন নদীর পাড় থেকে হেঁটে তমলুক স্টিমারঘাট যাওয়ার পথে রাস্তার দুধারে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কালো পতাকা দেখান দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান এবং ধর্ষণকারী বিজেপি হটাও স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাজ্যের বিজেপি সভাপতি বলেন,এই ভাবে আমাকে বা বিজেপি কে আটকানো যায় না। এটা তৃনমুলের হতাশা থেকে এসেছে। তিনি আরও রসিকতা করে বলেন, আটকায়নি আমাদের, সকাল বেলা আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, আমি বললাম আসুন, চা খেয়ে যান।