Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

।। স্মৃতি আগলে বসে আছি।।।। সুনির্মল বসু।।সোনালী আঁচল বাতাসে উড়িয়ে সেগুন মঞ্জরী পেরিয়ে তুমি চলে গেলে, আমাকে কি তোমার কিছুই বলার ছিল না,তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে,এখন আমার একলা ঘর,একলা আকাশ,একলা কান্না, স্ব…

 


।। স্মৃতি আগলে বসে আছি।।

।। সুনির্মল বসু।।

সোনালী আঁচল বাতাসে উড়িয়ে সেগুন মঞ্জরী পেরিয়ে তুমি চলে গেলে, আমাকে কি তোমার কিছুই বলার ছিল না,

তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে,

এখন আমার একলা ঘর,একলা আকাশ,একলা কান্না, স্বপ্নের বিকেলগুলো দীর্ঘশ্বাসের মতো কেঁদে যায়,একলা নদী বিরহে কাঁদে,একলা নৌকো গভীর সমুদ্রে মোহনার দিকে যায়,

অথচ, এই তো সেদিন, আমি বেশ মনে করতে পারি,

বিকেলে ব্যালকনিতে তুমি খাজুরাহোর মূর্তি হয়ে অবিকল দাঁড়িয়ে আছো, কোনো কোনো দিন তোমাদের নীল কাচের ঘরে সন্ধ্যেবেলায় তুমি অর্গান বাজিয়ে রবি ঠাকুরের গান গাইছো, আর রাস্তায় দাঁড়িয়ে আমি মুগ্ধতায় ডুবে যাচ্ছি,

তুমি জানো, তোমাকে একদিন না দেখতে পেলে আমার পৃথিবী অন্ধকার, যেন শহরের রাস্তায় অকথিত ধর্মঘট,

ইউনিভার্সিটি ক্যাম্পাসে, কফি হাউসে, বসন্ত কেবিনে, পুঁটিরামে কত মায়াবী সময় কেটেছে আমাদের,

মুগ্ধতাও একসময় ক্লান্তি আনে, ভালোবাসাও বৈচিত্র্য খোঁজে, কবে থেকে যে এই প্রেমে ক্লান্তি এলো তোমার, বুঝিনি।

অলকেশ এলো তোমার জীবনে,

যোগ্যতার দৌড়ে আমি পিছনে পড়ে গেলাম, উদভ্রান্ত ভালোবাসা কোথায় পথ হারালো,

এখন আমার একলা সকাল, একলা দুপুর, একলা বিকেল, একলা সন্ধ্যা কেটে যায় বেশ,

দীর্ঘ রাত্রি কাটতেই চায় না,

স্মৃতিময় দিনগুলো, সোনালী বিকেলগুলো, অনেক রাতের স্বপ্নগুলো নিয়ে আমি বেঁচে আছি,

আমি কিছুই হারায়নি সোমলতা,

সেদিনের স্মৃতি গুলো কেউ তো আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, তুমি ভালো থাকো, সুখী হও,

আমি বেশ আছি, ভালো আছি।