Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা -মূর্ত উপাস্যকলমে-মলয় বাগচী১৪-১০-২০২০
আয়োজন চলে মহাসমারোহে বন্দনা গীতি গায়,অবহেলায় মাতা ভিক্ষুক বেশেএকটু অন্ন চায়।
সন্তান কভু রাখে না যে খোঁজ আসল মাতাকে ফেলে,মাটির  দেবতা  গড়িয়ে কেবলপ্রার্থনা খেলা খেলে।
হৃদয়ের মাঝে প্রস্তরসমরো…

 


কবিতা -মূর্ত উপাস্য

কলমে-মলয় বাগচী

১৪-১০-২০২০


আয়োজন চলে মহাসমারোহে

 বন্দনা গীতি গায়,

অবহেলায় মাতা ভিক্ষুক বেশে

একটু অন্ন চায়।


সন্তান কভু রাখে না যে খোঁজ 

আসল মাতাকে ফেলে,

মাটির  দেবতা  গড়িয়ে কেবল

প্রার্থনা খেলা খেলে।


হৃদয়ের মাঝে প্রস্তরসম

রোপিত প্রেম-তরু,

হয় কি কখন সাধন তোমার 

শুষ্ক তৃষিত মরু।


সম্মুখে সদা আর্তের দুখ

কাঁদল না এই মন,

মন তবে শেষ আগাছায় ঢেকে

বেড়ে উঠে বিষ-বন।


মূর্ত দেবতা আশেপাশে আছে

ভালোবাসা  চায় পেতে,

ভালোবাসি তাকে ঈশ্বর জেনে

হবে সেবা করে যেতে।


জগতের মাতা ভিন্ন নয়তো 

হৃদয়ের ধন তিনি,

তাঁর সন্তান আমরা সকলে

সকলের মাঝে যিনি।