Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চুয়াডাঙ্গা হাইস্কুলে জন্মদিনে কালাম স্মরণ.

বৃহস্পতিবার ছিল প্রাক্তন রাষ্ট্রপতি 'মিশাইল ম‍্যান" ভারতরত্ন এ পি জে আব্দুল কালামের জন্মদিন। স্বাস্থ্য বিধি ও দূরত্ব বিধি মেনে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে এক ঘরোয়া কর্মসূচিতে স্মরণ করা হলো তাঁকে।

এদিন  কাল…

 


বৃহস্পতিবার ছিল প্রাক্তন রাষ্ট্রপতি 'মিশাইল ম‍্যান" ভারতরত্ন এ পি জে আব্দুল কালামের জন্মদিন। স্বাস্থ্য বিধি ও দূরত্ব বিধি মেনে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে এক ঘরোয়া কর্মসূচিতে স্মরণ করা হলো তাঁকে।



এদিন  কালামের প্রতিকৃতিতে মাল‍্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা,বিদ‍্যাসাগর বিদ‍্যাপীঠের প্রাক্তন শিক্ষক সুকুমার পাত্র,চিকিৎসক ডাঃ সন্দীপ বাগ,বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক তাপস বর্মণ, সুদীপ কুমার খাঁড়া, সুশান্ত কুমার ঘোষ, শিক্ষিকা সুদেষ্ণা পাত্র, শিক্ষাকর্মী আনসারুল ইসলাম খাঁন,পরিচালন সমিতির সদস্য ইমদাদুল পাঠান প্রমুখ। উল্লেখ্য  কালাম ১৯৩১ সালের ১৫ ই অক্টোবর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন।