Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ - কবিতাশিরোনাম - শিহরিত একাকীত্বকবি - কৃপা মোহন চাকমাতারিখ - ১৫/১০/২০২০
ব্যাকুলিত ভাবনা স্মৃতির আঁচল অজানা ?মায়াবী জ্যোৎস্না রাত আলো ঝলমলে,শুকতারাটি খুঁজি ডুবেছে নাকি ভুল ক্ষণেসহস্র প্রতিশ্রুতি বিশ্বাসের মোহ আঁচলে।
কে পাথর …


 বিভাগ - কবিতা

শিরোনাম - শিহরিত একাকীত্ব

কবি - কৃপা মোহন চাকমা

তারিখ - ১৫/১০/২০২০


ব্যাকুলিত ভাবনা স্মৃতির আঁচল অজানা ?

মায়াবী জ্যোৎস্না রাত আলো ঝলমলে,

শুকতারাটি খুঁজি ডুবেছে নাকি ভুল ক্ষণে

সহস্র প্রতিশ্রুতি বিশ্বাসের মোহ আঁচলে।


কে পাথর ভাঙে স্মৃতির নিশীথ আঁধারে

দীন একাকীত্বে খসে পড়ে রাতের তারা,

শিহরিত হৃদয় চমকিত খুঁজি ফিরি স্মৃতি

চাপা কান্নায় মরুভূমি সিক্ত রিক্তে সাড়া।


জ্যোৎস্নার মায়াপুরী মত্ত রূপালী কিরণে

একাকীত্ব নিঝুম নিস্তব্ধে মূর্ছনা আবেগে,

যত দিন যাচ্ছে পৃথিবী নির্মম বিষ্ময় লাগে

প্রেম মধুর আলপনায় আঁকা সোহাগে।


মগ্ন আকুল মঞ্জুরিত জোয়ার ভাটা টানে

হাসি কান্নায় ভরা মগ্নে প্রেম বিরহে গড়া,

হৃদয়ের গহীনে লাগে তবুও দখিনা হাওয়া

নিষিদ্ধ নির্জনের শিখা মিলনে অশ্রু ঝরা।


অগাধ বিশ্বাসে অব্যক্ত কামনার আঁধারে

একাকী ভাবি যে নিরবে নিভৃত নিকুঞ্জে,

স্রোতবেগে রঙিন স্বপ্নে ভ্রমি চাঁদের দেশে

জ্যোৎস্নায় স্নাত মিলন উদ্মাদ প্রেমকুঞ্জে।