Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম - এসো মাতৃরূপেকলমে - মঞ্জুলা বরতারিখ -15.10.2020
 রপসী ধরণী ভাবছো কেন? তোমার রূপের মাধুরী বন্ধনে মুক্ত চিন্তা! অমোঘ আকর্ষণে মন বিভোর ক্ষণে ক্ষণে,হে ধরণী তুমি সূর্যের ঊজ্জ্বল আলোয় তেজোদীপ্ত শ…


 দৈনিক কবিতা প্রতিযোগিতা 

শিরোনাম - এসো মাতৃরূপে

কলমে - মঞ্জুলা বর

তারিখ -15.10.2020


 রপসী ধরণী ভাবছো কেন? তোমার রূপের মাধুরী বন্ধনে মুক্ত চিন্তা! অমোঘ আকর্ষণে মন বিভোর ক্ষণে ক্ষণে,হে ধরণী তুমি সূর্যের ঊজ্জ্বল আলোয় তেজোদীপ্ত শক্তিতে আতঙ্ক সরিয়ে অন্তর গহীনে জাগাও চেতন, বিবেক মনুষ্যত্ব! অভূতপূর্ব ভয়ংকর পরিস্থিতি করো দূর, ছড়িয়ে ছিটিয়ে পড়ুক তোমার জ‍্যোতি,সূর্যের আলো রশ্মির মতো অবুঝ মনে সবুজ ভরে জ্ঞানের আলোয় সমস্ত ভয় করো মুক্ত! সমস্ত চিন্তা করো দূর! মাতৃরূপ ধরে ধরার বুকে এসো আর খুশির আলো ভরো ঘরে ঘরে--- তাইতো,সবুজ বৃক্ষ শাখা, পথের শিউলি পথে ছড়িয়ে পড়ে, কাশের বনে লাগে দোলো,ফোটে জলের পদ্ম, শিশির ভেজা ঘাসে-- রবির মুক্তো হাসি ---শুধু অপলক দৃষ্টি রেখে আছে তোমার অপেক্ষায় ! তুমি আসবে আর সরাবে দুর্বিষহ কতশত যন্ত্রণা আর ফিরে আনবে স্বাভাবিক জীবন! হবে সবকিছু ঠিকঠাক! সরবে নীরব চিন্তা! আগের মতো হাসি ফুটবে সবার মুখে! থাকবে সবাই সুখে, খুশির ফোয়ারায় ঝরবে সুখের বুলি, ফুটবে সুখের কলি ,তাইতো নদীর জলে চুমুক দিয়ে চাঁদের আলো খিলখিলিয়ে হাসে ! তারারা জ্বলে মিটিমিটি ! সবুজ পাতা জ‍্যোৎস্নায় আঁকে মুক্ত চিন্তার ছবি--- নীরব কল্পনায়,--বাতাস দেখে চুপিচুপি,রাত জাগা পাখি জাগে সারারাত , রাতের ফুলগুলো গন্ধ ছড়ায়,--এলোমেলো স্বপ্নরাও শুধু করে যাওয়া আশা! আশাগুলো থাকে মুক্ত চিন্তায় স্মৃতির অ‍্যালবামে! মধুর ভুবন আবার হাসিমুখে শান্তি ফিরে পাবে!