মায়ের আবেদন গৌতম সোম 17/10/2020
ভয়ঙ্কর রাতের জ্যোৎস্নাহীন আকাশে গণস্বাক্ষরে ভরা গর্ভধারিনীর চিঠি, এক নির্মম ছেড়া পাতায় লাল বর্ণে চিত্রিত অশ্রুসিক্ত মায়ের কর…
মায়ের আবেদন
গৌতম সোম
17/10/2020
ভয়ঙ্কর রাতের জ্যোৎস্নাহীন আকাশে
গণস্বাক্ষরে ভরা গর্ভধারিনীর চিঠি,
এক নির্মম ছেড়া পাতায় লাল বর্ণে চিত্রিত
অশ্রুসিক্ত মায়ের করুন আকুতি,
মৃত হৃদয়ের অবাধ্যতার বিদ্রোহে
স্পর্শময় ভালোবাসার সীমাহীন দুর্বলতা,
ভাগ্যের পরিহাসে বিরাজমান শুন্যতায়
আঁধারের ক্ষীণ স্রোতে পুত্রের মনুষত্বহীন মানবতা, ক্ষতবিক্ষত হৃদয়ের কালনিশি অন্ধকারে
পথভ্রষ্ট জননীর অভিমানী আবেদন,
উৎকণ্ঠার উদ্যানের নীরব আগুনে
জ্বলতে থাকা একাকীত্বে দীর্ঘশ্বাসের রোমন্থন,
নিস্তব্ধতার যুদ্ধে গোপন কল্পনায়
বেহিসাবি স্নেহের স্পর্শকাতর দৌরাত্ম্য,
রক্তাক্ত বেদনার নিঃসঙ্গতার চিৎকারে
যন্ত্রণার বিস্ফোরণে কম্পিত মাতৃত্ব,
অবসন্ন হৃদযন্ত্রের সাবধানি বাণী
"ফিরে আয় আদরের চাঁদ, ফিরে আয় প্রিয়জন,
জমাট অভিশাপের পৈশাচিক বঞ্চনা
দিগন্ত ঝলসানো দহন জ্বালায় আর সইবো কতক্ষন" ll
(Shome***@)