Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

পরের জন্মে 
মধুপর্ণা বসু 
দুই পড়শি দেশের মতো পাশাপাশি আছি, কানের লতি ছুঁয়ে থাকে জন্মান্তর বিশ্বাস; হয়েতো অনেক কষ্টে পাওয়া দুধ সাগর চোখের জল।ভুলে গেলেও চলে, কিন্তু তবুওশেষ কামরায় মুখোমুখি বসা, জানলায় খুব দ্রুত সরে যায় মিনিট সেকেন্ড…


 পরের জন্মে 


মধুপর্ণা বসু 


দুই পড়শি দেশের মতো 

পাশাপাশি আছি, কানের লতি 

ছুঁয়ে থাকে জন্মান্তর বিশ্বাস; 

হয়েতো অনেক কষ্টে পাওয়া 

দুধ সাগর চোখের জল।

ভুলে গেলেও চলে, কিন্তু তবুও

শেষ কামরায় মুখোমুখি বসা, 

জানলায় খুব দ্রুত সরে যায় মিনিট সেকেন্ড, 

           তারপর লম্বা একটা বিরহের শতক..

অচেনা কোন শহরে হঠাৎ সেই চোখ,

চোখে চোখ রেখে যেন ভীষণ 

জানতে চাও,কি গো? ভালোবাসো?

আবার তিনটে যুগের পরেও

শেষ কামরায় সময়ের মেশিনে 

পিছু হেঁটে, আর একবার...

ভালোবাসো তো?