Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ              : কবিতা শিরোনাম         : কাকে বলে অনুচ্চারিত হৃদয়ের প্রেম...স্থান                 : হাজারিবাগ,ঝাড়খন্ড তারিখ             : ১৩/১০/২০২০~~~~~~~~~~~~~~~~~~~~~ কলম সৃজনে  : তা প স   পা ল  ~~~~~~~~~~~~~~~~~~~~~নয়নে ন…

 


বিভাগ              : কবিতা 

শিরোনাম         : কাকে বলে অনুচ্চারিত হৃদয়ের প্রেম...

স্থান                 : হাজারিবাগ,ঝাড়খন্ড 

তারিখ             : ১৩/১০/২০২০

~~~~~~~~~~~~~~~~~~~~~ 

কলম সৃজনে  : তা প স   পা ল  

~~~~~~~~~~~~~~~~~~~~~

নয়নে নয়ন কামনা কাজল আড়ালে, তুমি তখন সাজালে নিজেরে আমার পছন্দে... 

ডাকিছ অনুচ্চারিত বর্ণমালার আখরে, 

সম্পূর্ণ নিরাকার ব্রহ্মের মতন ছুঁয়ে যেতে চায় মুহূর্তকে আক্ষরিক শব্দাক্ষরের ভগ্নাংশ... 

তোমার স্থাপত্যের স্পর্শানুভবের অনুমোদন প্রত্যাশা পূরণের অপেক্ষায় অতিবাহিত জীবন বৃত্তের প্রদিক্ষণ যুগান্তের...

রাতের অন্ধকার চিরে আলোর প্রবেশ আলিঙ্গনে নিঃশব্দ উচ্চারিত কাঙ্ক্ষিত চাওয়া নির্জনতায় বিশুদ্ধ সৌন্দর্য... উদ্বেলিত বাতাসে তোমার শরীরি সুবাস...

তোমারই প্রতিভূ, কোথায় তুমি ? 

ক্লান্ত জিজ্ঞাসা ফেরে সমস্ত দিনের শেষে...

আজকের মত মৃত সূর্যের সব রঙ 

গলে গেছে ঐ জলে, 

তখনও রৌদ্রগন্ধা অস্তিত্বের পরশ বহন করে ওরা ফেরে ঘরে...

ডানার প্রতিটি পালকের গায়ে 

কি সুন্দর বাঁচার আনন্দ লেগে আছে, 

তুমি আসবে বলেছিলে...

শতাব্দী প্রাচীন পৃথিবীর পথ ধরে, 

ধূলি কনার শরীর ছুঁয়ে,  

পৃথিবীর মত বয়সীনি কোন নারীর মতন... 

আমি একা চলেছি অতিক্রান্ত 

ক্ষীণ পথের রেখা যেখানে মিশে যায়, 

ঝরণার শরীরে তোমাকে মিশে যেতে দেখেছি,  

পাহাড়ের গভীর অন্তর ছুঁয়ে...

তুমি প্রেমের দাহনে প্রোজ্বল কর গ্রীষ্মের মতন, 

আমাদের সব অভিমুখ 

যখন বাস্তবকে স্পর্শ করে না, 

তখন স্বপ্নকে মনে হয় খোলা চোখের প্রহেলিকা... 

পূর্ণতা বা অপূর্ণতার সমন্বিত অভিব্যক্তি, 

কামনা করাকে মনে হয় মহার্ঘ-নির্যাস... 

মনে পড়ে বলেছিলে তুমি আসবে কাছে,

আকাশ অসীমে স্রোতের টানে, 

যদিও জীবনের হাহাকারে বিপন্নতা বোধ, 

অস্ফুটে হলেও সে কথা বলে না, 

একদিন এমনি করেই জেনেছি 

কাকে বলে আকাশের নীল, 

কাকে বলে অনুচ্চারিত হৃদয়ের প্রেম, 

কাকে বলে হৃদয়ের পাখির কাকলি...।