Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ-কবিতা শিরোনাম-শিশিরকণা
কলমে - সুতপা ব‍্যানার্জী(রায়)
তারিখ-১৩/১০/২০
মেঘ, বৃষ্টি অনেক হল, এবার আসুক শিশিরকণা
        ঘাসের ওপর আরশিতে,
        জমুক কাঁচের শার্সিতে।
মেঘ, বৃষ্টি অনেক হল, এবার আসুক শিশিরকণা
        মুখ দেখা যায় দিব‍্…

 


বিভাগ-কবিতা

 শিরোনাম-শিশিরকণা


কলমে - সুতপা ব‍্যানার্জী(রায়)


তারিখ-১৩/১০/২০


মেঘ, বৃষ্টি অনেক হল, এবার আসুক শিশিরকণা


        ঘাসের ওপর আরশিতে,


        জমুক কাঁচের শার্সিতে।


মেঘ, বৃষ্টি অনেক হল, এবার আসুক শিশিরকণা


        মুখ দেখা যায় দিব‍্যি তাতে,


         হাওয়া ভরে কোন্ রূপকথাতে।


মেঘ, বৃষ্টি অনেক হল, এবার আসুক শিশিরকণা


          পায়ের তলায় লুটোপুটি,


          শিশুরা হেসে কুটিপাটি।


মেঘ, বৃষ্টি অনেক হল, এবার আসুক শিশিরকণা


           আঁচলখানি ভিজিয়ে দিয়ে,


           সবটুকু রঙ ভরিয়ে নিয়ে।


মেঘ, বৃষ্টি অনেক হল, এবার আসুক শিশিরকণা


           শাহরুক, কাজল জুটির মায়া,


           চলচ্চিত্র যেথা ধরল কায়া।


মেঘ, বৃষ্টি অনেক হল, এবার আসুক শিশিরকণা


           পদ্ম পাতায় জল টলমল,


           ধরতে গেলেই গড়ায় জল।


মেঘ, বৃষ্টি অনেক হল, এবার আসুক শিশিরকণা


           ঐ কণাতে সুখের ছবি,


           আঁকছে কত নবীন কবি।


মেঘ, বৃষ্টি অনেক হল, এবার আসুক শিশিরকণা


          মহালয়ায় মায়ের ডাক,


          শিউলি ফুল আর মঙ্গল শাঁক।