দৈনিক প্রতিযোগিতা বিষয় _ কবিতাশিরোনাম _ "ধারাবাহিকতার ভিক্ষারীদের জন্য"।কলমে _চিরদীপ দে◆ ১২/১০/২০২০==========================অনেক ভেবেছো আমাদের ভালোমা তো রয়ে গেল ঝি...অনেক বলেছো আমাদের কথাসত্যি হলোটা কি !
ভাঙা চালাঘর আরো…
দৈনিক প্রতিযোগিতা
বিষয় _ কবিতা
শিরোনাম _ "ধারাবাহিকতার ভিক্ষারীদের জন্য"।
কলমে _চিরদীপ দে
◆ ১২/১০/২০২০
==========================
অনেক ভেবেছো আমাদের ভালো
মা তো রয়ে গেল ঝি...
অনেক বলেছো আমাদের কথা
সত্যি হলোটা কি !
ভাঙা চালাঘর আরো ভেঙে গেল
এই এবারেরই ঝড়ে...
সময় পেলে একবার এসো
দেখো.."মানুষ না খেয়েও মরে" ,
দেখে যেও এসে অসুস্থ বাবা
লাশ হয়ে আজ পোঁতা...
এসে যেও দেখে অভাব অভাবে
জ্বলেনি বাবার চিতা ,
এসে দেখে যেও কিশোরী দিদিটা
সেই সে দিনের পরে...
কেমন করে প্রতিদিন রোজ
একটু এ ক টু মরে ,
এসে দেখে যেও এখনো স্তনেতে
হিঃস্র কামড় দাঁত...
এসে দেখে যেও হায়না কিভাবে
মেটায়-"মাংস নারীর স্বাদ" ,
তবু জানি শোন আসবেই তুমি
জন প্রতিনিধি বেশে...
ভাঙা ঘরে আমি রাজা সেই দিন
তুমি-"ভিক্ষারীরও শেষে" ||
========================
ধারাবাহিকতার ভিক্ষারীদের জন্য
========================
চিরদীপ দে ◆