Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

ভাবলে কি করে?             কলমে: অবুঝ মন-------------------------------------------------গরম উত্তাপে আমাকে গুড়িয়ে দেবে- এ কথা ভাবলে কি করে?ভেবোছো কি কখনো? তোমাকে সঙ্গি ভেবে জীবনের কতোটা পথ পেরিয়ে এসেছি স্বপ্নীল ভাবানুরাগে। ফেলে…

 


ভাবলে কি করে?

             কলমে: অবুঝ মন

-------------------------------------------------

গরম উত্তাপে আমাকে গুড়িয়ে দেবে- 

এ কথা ভাবলে কি করে?

ভেবোছো কি কখনো? 

তোমাকে সঙ্গি ভেবে জীবনের কতোটা পথ পেরিয়ে এসেছি স্বপ্নীল ভাবানুরাগে। 

ফেলে আসা পথের বাঁকে চোখ মেলে দেখো---

শতাব্দীর শেষ পাতায় লেখা আছে স্মৃতিবিজড়িত ফলাফল

ভেবো না আবার এ সব কোনো রঙ করা চলাচল।


এরপরে ও যদি প্রশ্ন জাগে মনে-- 

অবসরে খোলা আঁখি মেলো বাতায়নে।

জানতে পারবে,এই যে অভিযোজন অতিবাহিত হলো- 

সেখানে ছিলো কি না কোনো রঙের ভেজাল রসনা বিলাস কানামাছি?

হতেও পারে তোমার চোখে,সবটাই বেকার বৃষ্টির নাচানাচি 

আমার কাছে যা চিরন্তন সোনালী ফসিল রেখা সত্যের বন্ধন

প্রেমের প্রথম নিয়ন আলো,অমোঘ আকর্ষণ।

-----------------------------------------------------------

                    ১১/১০/২০২০-