Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগঃ কবিতা শিরোনামঃ- তুমি ভুল বুঝলেকলমেঃ- তাপস কুমার বরতারিখঃ 13/10/2020°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°কত আর ভুল ভাববে,তুমি কি কখনো বুঝেছো আমাকে?আমি গরিবের যন্ত্রণা নিয়ে..চাঁদ ধরতে গি…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা 

বিভাগঃ কবিতা 

শিরোনামঃ- তুমি ভুল বুঝলে

কলমেঃ- তাপস কুমার বর

তারিখঃ 13/10/2020

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

কত আর ভুল ভাববে,

তুমি কি কখনো বুঝেছো আমাকে?

আমি গরিবের যন্ত্রণা নিয়ে..

চাঁদ ধরতে গিয়ে ছিলাম,

মরুভূমির ধূলিসাতে।

আজ বোঝাপড়া সব শেষ,

আমি বোবা শালিকের মতো...

ডানা ঝাঁপটে কাঁদি!

হৃদয় গহ্বরে কেন কান্নার বাঁশি বাজে?

গোলকধাঁধা...

তুমি ভুল বোঝালে।

আজ সব শেষ,

আমার যন্ত্রণা নিঃসীম আকাশের দিকে তাকিয়ে,

এখনো সে ভালোবাসার স্বপ্ন বোনে।

ভাষাহারা স্কন্দনে,

চোখের জল কেন আসে?

বোঝাতে পারিনী হয়তো আমি কত ভালোবাসি!

মূল্যের কাছে আমি দামহীন বোবা শালিক।

ভাষাহারা স্কন্দনে আমি শুধু শুনি,

এই গোলকধাঁধার আঘাত সহতে সহতে,

মৃত্যুর কোলে ঢোলে পড়বো একদিন।

সেদিন ও কি বুঝবে তুমি?

আমি গরিবের যন্ত্রণা নিয়ে,

চাঁদ ধরতে গিয়েছিলাম..

তোমার ভালোবাসার গহন অরণ্যে।

ব্যর্থতার স্বপ্ন নিয়ে আমি কাঁদি,

হাজার ভুল বইতে বইতে..

আমি আজ-

বোবা শালিকের মতো বোবা হয়ে পড়েছি।

জানিনা কখন ভুল ভাঙবে,

হয়তো আমার সেই...

বত্রিশ বছর তিন মাসে,

যেদিন মৃত্যুর ডাক আসবে হয়তো সেদিন।

                     °°°°°°°°°°°°°°