শিরোনাম :-চল যাইকলমে :-নির্মলেন্দু মাইতিতাং :-১৩/১০/২০২০
মেঘ বালিকা বললে, নীল কে -"চল যাই "শরতের দেশে পরীর বেশে।
নীল বললে, - তুমি ভাসবে আমার বুকেসাত সম্মুদূরে তোমার পাখনা দুটি মেলে।
মেঘ বললে, - ভিজিয়ে পা দুখানি সবুজ ঘাসে…
শিরোনাম :-চল যাই
কলমে :-নির্মলেন্দু মাইতি
তাং :-১৩/১০/২০২০
মেঘ বালিকা বললে, নীল কে -"চল যাই "
শরতের দেশে পরীর বেশে।
নীল বললে, - তুমি ভাসবে আমার বুকে
সাত সম্মুদূরে তোমার পাখনা দুটি মেলে।
মেঘ বললে, - ভিজিয়ে পা দুখানি
সবুজ ঘাসে খাব লুটোপুটি ।
নীল বললে, - তুমি কুড়বেনা
শিউলি, মালতী মল্লিকা ?
মেঘ বললে, - আনব আমি, তোমার জন্য
অঞ্জলি ভরে গড়াব তোমার জন্য মালা।
নীল বললে, - সঙ্গে এনো কাশের ঝুঁটি
অঙ্গে বুলিয়ে একটু আদর করো।
মেঘ বললে, - তুমি হবে শিব অমি তোমার দুর্গা
দুজন মিলে অসুর নিধনে শান্তি আনিব ধরায়।
নীল বললে, - তোমায় আমি দেবো সব কিছু
সত্যি করে বল, তুমি কি আমায় ভালোবাসো?
মেঘ বললে,- আমি ভেসে চলি তোমার বুকে ভর করে,
তুমি ছাড়া, আমায় কে দেবে বলো আশ্রয়!
নীল বললে, - মোদের স্বপ্ন এক সাথে পথ চলা
সকাল বেলায় শিশির তুমি , আমি সবুজ ঘাস।
মেঘ বললে, - নীল তুমি বাসবে ভাল এমনি করে
যাবেনা তো ভুলে আমায়!
নীল বললে,- মেঘ , তুমি যেমন বেঁধেছ আমায়
তোমার বাহুডোরে। ওমনি করে, রাখবে তুমি আমায় চিরকাল?
মেঘ বললে,- যখন আমায় ঢাকবে কুয়াশা
তখন তুমি আমায় যাবেনাতো ভুলে ?
নীল বললে ,-বিরহ যখন জাগবে তোমার মনে
বন্ধ চোখে ভাববে তুমি, আমি তোমার নিবিড় আলিঙ্গনে।
মেঘ বললে, -তাই তো মোরা চলছি এ পথে
বছর থেকে বছরান্তে কালের মহিমায়।
####