Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিভাগ  : কবিতা শীর্ষক  : ভালো থাকাটা প্রয়োজনকলমে  : শঙ্কর 
সময় যেরকমই হোক ভালো থাকাটা প্রয়োজন এবার আস্তে আস্তে জড়ো হয় প্রশ্নেরা.......আমি জানি একটা আব্রু কখন বেদখল হয় চার দেওয়াল যখন পাঁচিল হয়ে যায় ঠিক তখন আমার রাগ দুঃখ ভালো লাগা য…

 


বিভাগ  : কবিতা 

শীর্ষক  : ভালো থাকাটা প্রয়োজন

কলমে  : শঙ্কর 


সময় যেরকমই হোক ভালো থাকাটা প্রয়োজন 

এবার আস্তে আস্তে জড়ো হয় প্রশ্নেরা.......

আমি জানি একটা আব্রু কখন বেদখল হয় 

চার দেওয়াল যখন পাঁচিল হয়ে যায় ঠিক তখন 

আমার রাগ দুঃখ ভালো লাগা যত্নে লালিত আমার আব্রু 

ধিরে ধিরে সে বন্দী হতে শেখে ঠিক যে ভাবে পাখি কথা বলা শেখে 

বিভেদের রেখা সবসময় সমান্তরাল,  তবু ভালো থাকি 

ভালো থাকাটা খুব প্রয়োজন 

মেঠো পথ আর চলমান জীবনের সাদৃশ্য অনেক 

চলার পথে দুজনেরই দাগ রেখে যাওয়া অভ্যেস 

হলদেটে ঘাস যেমন উপেক্ষার কথা বলে 

দেওয়ালের মাঝে বন্দী থাকা গুমোট বাতাস ও সেই কথা বলে 

কিছু সবুজের সান্নিধ্যে থাকা হলুদ ঘাসের বিপ্লবী হওয়া হয় না 

তাঁরা ও ভালো থাকে  ,ভালো থাকাটা প্রয়োজন