Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম- অন্তর্দহন

কলমে- #সুবর্ণা_কর্মকারতারিখ-08/10/2020
কিছু অন্তহীন স্মৃতির অগোচরে পাটিগণিত বীজগণিত অংক নিয়ে বসে আছি,হিসেবটা এখনো গরমিল!প্রেম প্রণয়ের সন্ধিতে দমকা হাওয়ায় ন‍্যায় ভেঙে চুরে ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে,
জীবন নদীর গা…

 



শিরোনাম- অন্তর্দহন



কলমে- #সুবর্ণা_কর্মকার

তারিখ-08/10/2020


কিছু অন্তহীন স্মৃতির অগোচরে পাটিগণিত বীজগণিত অংক নিয়ে বসে আছি,

হিসেবটা এখনো গরমিল!

প্রেম প্রণয়ের সন্ধিতে দমকা হাওয়ায় ন‍্যায় ভেঙে চুরে ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে,


জীবন নদীর গাঢ় নিবীড় স্বপ্নের হদিশগুলো।

মনকুসুমে সেই বজ্রপাতের মতো নামটি লেখা "পারিজাত"।

সমগ্র রজনী জীর্ণ চাদরে লেগে থাকে শুধু তোমার নামের মৃত্যুশয্যার কাফন।

প্রেম প্রণয় সন্ধিতে বিভ্রান্তিকর চলচ্চিত্রের ন‍্যায়, নিদারুণ প্রেমটা এখনও নিরন্তর।

অমসৃণ পাতার নদীর মতো, ভগ্ন দেওয়ালে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে;

 রসনেন্দ্রিয় তোমার অন্তরে।

এলোমেলো খামখেয়ালি ভাবনাগুলো তৃষ্ণার্থ জ্যোতিরিন্দ্রের ন‍্যায় অপসংস্কৃতির বর্ণনা দেয় তোমার চিরাভ‍্যস্ত ওয়েসিসের বালুচরে।

প্রাতরাশ উন্মোচন ঘটে তোমার প্রেমের মাদকতা চেনা স্পর্শের লবঙ্গের গলনাঙ্ক তৃপ্তিদায়ক বাহুডোরে।

স্বরচিত জীবনে প্রাসঙ্গিক অনুরণনে,

 ভালোবাসায় বারান্দায় চরছে ঘুঘু!

মায়ার স্পর্শে দুর্নিবার,ধারালো ছুরির মতো

 বৃষ্টির ফোঁটার সাথে শ্রাবণ নামে একাকিত্বে ছোঁয়াচে আবদারে।