Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা-- মিথ্যেঅজয় চক্রবর্তী১০  ১০  ২০২০
মিথ্যে দিয়েই সত্যি কে আজ করছো কলঙ্কিত,মিথ্যেরও যে সত্যি আছে সেই ভয়ে তে ভীত।একটা মিথ্যে বলতে গেলে হাজার মিথ্যে হয়,আপাতত জিতলে তবু প্রাণে সদাই ভয়।
মিথ্যে বলা মিথ্যে চলা মিথ্যে প্রতিশ্রুতি,…

 


কবিতা-- মিথ্যে

অজয় চক্রবর্তী

১০  ১০  ২০২০


মিথ্যে দিয়েই সত্যি কে আজ করছো কলঙ্কিত,

মিথ্যেরও যে সত্যি আছে সেই ভয়ে তে ভীত।

একটা মিথ্যে বলতে গেলে হাজার মিথ্যে হয়,

আপাতত জিতলে তবু প্রাণে সদাই ভয়।


মিথ্যে বলা মিথ্যে চলা মিথ্যে প্রতিশ্রুতি,

সত্যটাকে আড়াল করে মিথ্যের গাও স্তুতি।

মিথ্যে দিয়েই জীবন চলে মিথ্যে পরিচয়ে,

মিথ্যে তোমার তাইতো কাঁদে গোপনে হৃদয়ে।


ভালোবাসায় মিথ্যে তোমার শুধুই তো ছলনা,

হচ্ছে ক্ষতি মুখে তবু সত্যিটা বলোনা।

একদিন ঠিক মিথ্যে যখন প্রকাশ হয়ে পড়ে,

অসম্মানের জীবনটার ওই ভীতটা ওঠে নড়ে।


মিথ্যে বলে ঠকিয়ে জেতা খুবই সাময়িক,

সত্যি যখন সামনে আসে হারায় দিগ্বিদিক।

কত জীবন হারিয়ে গেল সম্ভাবনায় ভরা,

সবকিছু বাদ ভুলে গেছো শুধুই মিথ্যে ছাড়া।


সত্যিটাকে করলে গ্রহণ আগুন হওয়া যায়,

চারি পাশের মানুষগুলো তাহারি তাপ পায়।

মিথ্যে নিয়েই বেঁচে থাকা নিজের কাছে হারা,

বেঁচে থাকার দিনগুলি হায় শুধুই মুখোশ পরা।