Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম_জাগরণকলমে_মৃণাল_কান্তি_পণ্ডিতধলেশ্বর_আগরতলা_ত্রিপুরাতারিখ_১০_১০_২০২০_ইং''''''''''''''''''''''''''''''…

 


শিরোনাম_জাগরণ

কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত

ধলেশ্বর_আগরতলা_ত্রিপুরা

তারিখ_১০_১০_২০২০_ইং

''''''''''''''''''''''''''''''''''''''''''''

শূন্যতার মর্মরধ্বনি নির্বিবাদে আপন করেছি,

সঙ্কীর্ণতার মূলধন এঁকে ভাবী প্রজন্মকে দিয়েছি,

একাকিত্বের নৈরাশ্য আর প্রাসাদ সম ঘর,

দিয়েছি উচ্ছ্বসিত বোল "ছোট্ট মোদের পানসি তরী"।


পূর্ণতা আজ অহংকারে নিভৃতে হয়েছে পর,

বৃহৎ পরিবার বড় বোঝা সুখের পারাবারে,

স্বপ্নের মায়াবী স্পর্শ শেষ হয়ে গেছে শান্তির আহ্বানে,

তাই নেই আজ তাবৎ কালের নির্ঞ্ঝাট সুখের একান্নবর্তী পরিবার।


যুগের সাথে পালা করে জগন্ময়ী রূপী মানসিকতা,

হৃদয়ে বেঁচে আছে আধমড়া হয়ে আপন স্বেচ্ছাচারিতা,

তুমি-আমি আমি-তুমি সন্তান মোর-মার,

সময়কে বুড়ো আংগুল দেখিয়ে আপন করেছি পর।


আকাশছোঁয়া ভালোবাসা কর্পূর সম উদ্বায়ী অনুপম,

হাসিরা তাই জলতরঙ্গের সুরে ভাটিয়ালি বহর,

স্বার্থের টানে মাঝ দরিয়ায় মনমাঝির নৌকা সফর,

ভাটার পরে ভাঙ্গনের খেলায় হয়েছে ছোট ছোট ঘর।


ঠাকুমা ঠাকুরদা কাকা জ্যাঠু পিসি মিলে ,

নেই আজ ঘরে ঘরে আনন্দ উল্লাস,

দীপ্ত নয়নে প্রহরীর মতো জয়শ্রীর সর্বগ্রাসী মন ,

স্ত্রী-পুত্র-সন্তান পরিবেষ্টিত তৃষিত ছবি মনের ঘরেতে পেয়েছে ঠাঁই।


দু'হাতে জড়িয়ে রাখা উত্তাপ নির্লজ্জভাবে সুখী থাকার জাগরণ,

শতাব্দী পেরিয়ে পরিবার এখন একতারার সুর,

পরিপূর্ণতার খোঁজে ভালোবাসার আঘ্রাণ,

অমিল সমীকরণে ঝরাপাতার বীতরাগের গান।