#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#সুবাতাস_কতদিন_চাইবো
ডা.শামস রহমান২ কার্তিক'১৪২৭;১৮/১০/২০
একটি পথ তার অন্ত নেই,রেখে গেলে নিঃশব্দে প্রত্যাশামাটি আছে তার মায়া বলে, পথিক মিছে কেন অধিক আশা,আকাশটা বেসামাল জোছনার চাঁদোয়ায় সেই ভুবনের সীমারেখ…
#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
#সুবাতাস_কতদিন_চাইবো
ডা.শামস রহমান
২ কার্তিক'১৪২৭;১৮/১০/২০
একটি পথ তার অন্ত নেই,রেখে গেলে নিঃশব্দে প্রত্যাশা
মাটি আছে তার মায়া বলে, পথিক মিছে কেন অধিক আশা,
আকাশটা বেসামাল জোছনার চাঁদোয়ায় সেই ভুবনের সীমারেখা
বাতাস বলে সে অজান্তে কখন,তোমায় দিয়েছে অন্তলেখা!
কত কিছু হরণ এ কেমন মরণ,অহোরাত্র কান্না অধিকারের
আকাশ তখনও মেঘলা ছিল,সেও উত্তর দেয়নি উৎসরের!
কিইবা যায় আসে জীবন পরিশুদ্ধ নয়,এমনি করে যাও যাপন
দুয়ারগুলো বন্ধ যত্রতত্র,সব অবিমৃষ্যকারীর আগমন!
তোমাদের জন্ম লাল-সবুজে যারা, দেখোনি একাত্তর
একটি কথা কানে বাজে বড়,স্বাদ পেয়েছ কি স্বাধীনতা মুক্তির?
আকাশটা আজ মেঘলা বড়,ঘরে কেন একলা পড়ে আছি
চারিদিকে আঁধার শূন্যতা হাহাকার, আছে কি মাঝি মল্লারা প্রাণে বাঁচি?
একটু সুবাতাস আর কতদিন চাইবো,শুনেছি রেকর্ডের দুই পিঠ
পিঠে খেয়ে পেটে সয়ে হাহুতাশ করে,কলমের দাম বুলশীট!
ফাগুনে আগুন শ্রাবণে দ্রবণ,সে মাটিতে মিশে যায় বিন্দুকণা
এমন একটা প্রতিভূ দাওনা,দেখবে চোখ মেলে আপনজনা!
আশা আশ্বাস মুঠোভরা বিশ্বাস,সবই হবে কি আজ লাঞ্ছিত
রাতের স্বপ্নগুলো দিনে দুঃস্বপ্ন হয়ে,দেখি দ্বারে দ্বারে অবাঞ্ছিত!
যত তরী যার খুলো তার পাল,ভাসাও দরিয়ার মাঝে
আর কতদিন পড়ে রবে রুদ্ধশ্বাসে,বেলা যে যায় গোধূলির সাঁঝে!
তোমার দেখা যত সেদিনের সুখস্বপ্ন,করেছিলে আজন্ম লালন
মুছে যায় কেন দুর্বিচারে,করে যত নারী পুরুষের অধিকার ধর্ষণ!
#কবিস্বত্ব_সংরক্ষিত।