কবিতা-এই সনাতনকলমে -স্মৃতি দত্ত৩/১০/২০সমাচ্ছন্ন এই দেহ এই মনএই সেই সনাতন,জানালা দিই খুলে-বহুদূরে নাকি নিকটে-সুবাতাস যুঁই চামেলীকিংবা রজনীগন্ধার!অপরূপ অনুমনে জল পড়েটুপটাপ টুপটাপ।
শুধু কি ভাত খাওয়া আর গান গাওয়া?বেবুঝ বাতাস নিয়ে হাওয়…
কবিতা-এই সনাতন
কলমে -স্মৃতি দত্ত
৩/১০/২০
সমাচ্ছন্ন এই দেহ এই মন
এই সেই সনাতন,
জানালা দিই খুলে-
বহুদূরে নাকি নিকটে-
সুবাতাস যুঁই চামেলী
কিংবা রজনীগন্ধার!
অপরূপ অনুমনে জল পড়ে
টুপটাপ টুপটাপ।
শুধু কি ভাত খাওয়া আর গান গাওয়া?
বেবুঝ বাতাস নিয়ে হাওয়া
এই ধরণীতল।
সুখী আমি,ধূলো যদি মাখামাখি
আড়াআাড়ি বারুদকাঠি
তবু ও আছে এই অনন্ত আকাশ--
নিরবচ্ছিন্ন শাকান্নে ও
আছে সে সনাতন
অরূপ রতন
ফিনিক্স পাখির মত
বারে বারে জেগে-
অভিযোগহীন উল্লাসে রৌদ্রে
মেলে দেয় ডানা