শিরোনাম =শব্দপ্রণয়রচনা= তুহিনা চক্রবর্তী ৩/১০/২০২০বুক সেল্ফের এককোনে পড়ে থাকাব্যাকরণের ভাঁজে লুকিয়ে ছিলোআস্ত না দেখা এক পৃথিবী।
বর্ণমালায় আঁকিবুকি জুড়েসৃষ্টি হল প্রথম প্রণয়।
ছড়িয়ে ছিটিয়ে থাকা অক্ষর গুলি নক্সীকাঁথার মত গায়ে বুনে দিত…
শিরোনাম =শব্দপ্রণয়
রচনা= তুহিনা চক্রবর্তী
৩/১০/২০২০
বুক সেল্ফের এককোনে পড়ে থাকা
ব্যাকরণের ভাঁজে লুকিয়ে ছিলো
আস্ত না দেখা এক পৃথিবী।
বর্ণমালায় আঁকিবুকি জুড়ে
সৃষ্টি হল প্রথম প্রণয়।
ছড়িয়ে ছিটিয়ে থাকা অক্ষর গুলি
নক্সীকাঁথার মত গায়ে বুনে দিতো তারা।
ওষ্ঠবর্ণে ঠোঁট ছুঁইয়ে ভালোবাসা
এঁকে দিতো খুব করে।
রাত্রি নামলেই কাগজের বুকে বিলি
কেটে দিলাম নরম আদুরে হাতে।
চরম তৃপ্তির পরম মুহূর্তে ভিজে যেতো কাগজের বুক।
আধভেজা মেঘের আড়ালে উঁকি
দিতো তারা।শব্দস্পর্শে যৌবন আসতো চোখের ভাষায়।
নিঝুম কালো রাতে গুটিকয়েক
জোনাকি আসতো।
ওরা ডালে ডালে নেচে নেচে ঘুরে
বেড়াতো দুঃখ বয়ে নিয়ে।
আজও শব্দের চিৎকার শুনতে
পাই নিঝুম রাতে।ধূলোমাখা শরীরে
আর শিশির জমে না।
সিলিং ফ্যানের দুলকি চালে সময়
ফুরিয়ে আসে---
তবু বিজোড় সংখ্যার দূরত্ব কমে না।
তুহিনা✍