❣️যুদ্ধের পটভূমি❣️❣️সব ব্যথা যদি জড়ো করে আজআগুন ধরানো যেতসন্ধ্যে হলেই শুভ্র শঙ্খহতো যদি ধ্বনিত...
বেশ হতো তবে সুখের জলেইবিছিয়ে শীতলপাটিকিছু সুখ দিয়ে সুখের কবিতালিখতাম রাতারাতি l
আসলে এসব ডাহা মিথ্যেরকল্পনা করে যাওয়ামানুষ বলেছে খুবই…
❣️যুদ্ধের পটভূমি
❣️
❣️
সব ব্যথা যদি জড়ো করে আজ
আগুন ধরানো যেত
সন্ধ্যে হলেই শুভ্র শঙ্খ
হতো যদি ধ্বনিত...
বেশ হতো তবে সুখের জলেই
বিছিয়ে শীতলপাটি
কিছু সুখ দিয়ে সুখের কবিতা
লিখতাম রাতারাতি l
আসলে এসব ডাহা মিথ্যের
কল্পনা করে যাওয়া
মানুষ বলেছে খুবই ভালো নাকি
বসন্তে বিষ খাওয়া l
বিষ খেয়ে মরি জোৎস্না আলোয়
অনাহারে আমি তুমি
নেকড়ের মতো তখনও তাকিয়ে
যুদ্ধের পটভূমি... l
আকাশের দিকে তাকালে হঠাৎ
স্বপ্ন ডেকেছে "আয় "
জীবাণুর মতো অদৃশ্য,পায়ে
ছুঁয়েছে নির্দ্বিধায় l
কানে দিলে তুলো, তন্দ্রা এসেছে
দেখেছি সংক্রমণ
দেহে নয় সে তো, মগজের কোণে
পেতেছে সিংহাসন l
©জয় ভট্টাচাৰ্য✍️