Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছত্রধর মাহাতো কি সত্যি সত্যি করোনাক্রান্ত ,প্রশ্ন তুললো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই এ

। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।ছত্রধর মাহাতো কি করোনাক্রান্ত ।ধন্দে রয়েছেন এন আই এ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।ছত্রধর কে নোটিশ দিলেও তিনি হাজির থাকেন নি।কারন নাকি তিনি করোনার শিকার হয়ে হোম কেয়ারেন্টিনে ।সংস্হা অবশ্য এ নিয়ে সন্দিহান …

 

ছত্রধর মাহাতো।ছবি-- সংগৃহীত

। তরুন চট্টোপাধ্যায় ।কলকাতা ।

ছত্রধর মাহাতো কি করোনাক্রান্ত ।ধন্দে রয়েছেন এন আই এ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।ছত্রধর কে নোটিশ দিলেও তিনি হাজির থাকেন নি।কারন নাকি তিনি করোনার শিকার হয়ে হোম কেয়ারেন্টিনে ।

সংস্হা অবশ্য এ নিয়ে সন্দিহান ।সত্যি সত্যি ছত্রধরের করোনা হয়েছে কিনা।তিনি অবশ্য পজিটিভ সার্টিফিকেট  জমা দিয়েছেন।কিন্তু সেই কাগজের সত্যতা নিয়ে নিশ্চিত নন সংস্হা বলে জানা গেছে।কারন এই রিপোর্ট নাকি মাত্র কূড়ি মিনিটে তিনি পেয়েছেন।
ইতিমধ্যেই এন আই এ ঝাড়গ্রামের স্বাস্থ্য আধিকারিক কে নোটিশ দিয়ে জানতে চেয়েছেন ঘটনার সত্যতা।নতূন করে রিপোর্ট করতে বলেছেন।আর এ ব্যাপারে ডাক্তার দের টিম করতে বলেছেন।
ঝাড়গ্রামের সিপিআই এম নেতা খুন ও রাজধানী এক্সপ্রেস লাইন চ্যুত সহ নানা অভিযোগ রয়েছে ছত্রধরের ওপরেই।আর এর তদন্ত চালাচ্ছে এই সংস্হা।

তাই আসলে ছত্রধর করোনা আক্রান্ত না উপস্থিত থাকতে চাইছেন না তা নিয়ে বিতর্ক চলছে।
সম্প্রতি তৃনমূল সুপ্রিমো জনগনের কমিটির প্রাক্তন এই নেতাকে দলে পদ দিয়েছেন।
তৃনমূলের নেতা ফিরদাস হাকিম বলেন কেন্দ্রীয় এই সংস্থা বিজেপির হয়ে কাজ করছে।তাই বারে বারে ইডি থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সংস্হা তৃনমূলের নেতাদের বিব্রত করছেন।এই সব সংস্হার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।বিজেপি একুশের ভোটে এই সব সংস্হা কে নিজেদের হয়ে কাজে লাগাচ্ছে ।
বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন এত ভয় কিসের।এন আই এ প্রমান ছাড়া কিছু করে না।কাগজ পরীক্ষা করলেই আসল সত্য বেরিয়ে আসবে।

ছত্রধর এখন তৃনমূলে।তিনি তৃনমূলের কমিটি তে পদে আছেন।
ছত্রধর কে নিয়ে এখন বিজেপি ও তৃনমূলের মধ্যে চাপান উতোর চলছে।
সত্যি সত্যি কি করোনা আক্রান্ত ছত্রধর ।প্রশ্ন ছুঁড়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আই এ।
আর এই নিয়ে এখন বাংলার রাজনীতি সরগরম ।জঙ্গল মহলের জনগনের কমিটির এক সময়ের দোদন্ড প্রতাপ নেতা ছত্রধর কে নিয়ে এখন রাজনীতির তরজা তুঙ্গে ।

তরুন চট্টোপাধ্যায় ।