Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা মুক্ত হয়ে বর্গভীমা মন্দিরে মন্ত্রী শুভেন্দু অধিকারী

তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে নিজেকে প্রকাশ্যে  আনলেন  মন্ত্রী শুভেন্দু অধিকারী।
বেশ কয়েক মাস নিজে দলীয় কর্মসূচি থেকে গভীর দূরত্ব বজায় রেখেছিলেন রাজ্যের পরিবহণ  মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিক…

 


তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে নিজেকে প্রকাশ্যে  আনলেন  মন্ত্রী শুভেন্দু অধিকারী।


বেশ কয়েক মাস নিজে দলীয় কর্মসূচি থেকে গভীর দূরত্ব বজায় রেখেছিলেন রাজ্যের পরিবহণ  মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। দলীয় পতাকায় প্রোগ্রাম করতেও দেখা যায় না মন্ত্রীকে। শুভেন্দু অধিকারীর অনুগামীদের দেখা গেছে সমাজসেবী  হিসেবে তার ছবি  পোষ্টার লাগাতে । গত মাসেই করোনা আক্রান্ত হন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীর অনুগামীরা মন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত সুস্থ কামনার জন্য হোম যজ্ঞ করে। 12 দিনের মাথায় করোনা থেকে সুস্থ হয়ে যান মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বেশ কয়েকটা দিন পর আজ হঠাৎই পূর্ব মেদিনীপুর জেলার সতীর 51 পীঠের এক পিঠ বর্গভীমা মন্দির সন্ধ্যারতি সময়  বর্গভীমাতাকে দর্শন করেন। যদিও সংবাদমাধ্যমের কাছে কোন মুখ খোলেননি তিনি। এবং দলীয় নেতৃত্বের  সাথে সেভাবে দেখা করেন নি শুভেন্দু বাবু। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে যে  মন্ত্রী শুভেন্দু অধিকারী 10 অক্টোবরের পর প্রকাশ্যে আসছেন। আর সেই গুঞ্জনের মাঝে হঠাৎই 10 অক্টোবরের মাথায় শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে গুটি কয়েক জন অনুগামী কে নিয়ে তমলুকের বর্গভীমা মন্দিরে দেখা যায় মন্ত্রী কে। যদিও মন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীদের মত মন্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর শুধুমাত্র মায়ের দর্শন করতে এসেছেন।