Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি ও লেখক শৈলেন মন্ডলের কবিতা সম্ভার

**************************************** #স্মৃতিকল্প✍ শৈলেন মন্ডল০৮.১০.২০২০
বৃষ্টি ভেজা শ্রাবণে কতো স্মৃতিই না মনে পড়ে,জানালায় বৃষ্টি ফোঁটা এসে ধরা দেয় আর সার্সি বেয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে।
সেই পুরানো আদর মাখানো স্মৃতি আজও ভেসে ওঠে মন…

 



****************************************

 #স্মৃতিকল্প

✍ শৈলেন মন্ডল

০৮.১০.২০২০


বৃষ্টি ভেজা শ্রাবণে কতো স্মৃতিই না মনে পড়ে,জানালায় বৃষ্টি ফোঁটা এসে ধরা দেয় আর সার্সি বেয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে।


সেই পুরানো আদর মাখানো স্মৃতি আজও ভেসে ওঠে মনের আঙিনায়। 


প্রেমের নির্বাক অাঁচল দিয়ে অহরহ ঢেকে রাখি আমাদের দুটি অভিন্ন হৃদয়।


আজও প্রেমের নীল যমুনায় ভেসে স্বপ্ন আঁকি রামধনু রং দিয়ে। 


গাংচিলটা ভাসে শুধু নীল আকাশে আবেগ আর বিহ্বলতা নিয়ে সুদূর নীল গগনের দূর সীমানার হাত ছানিতে।


দিনের আঁচল সাঁঝের বিলাসিতায় নেমে আসে অমোঘ আবেগ আহরনে।


দখিনের দমকা বাতাসে জানালা খুলে যায় ঠং ঠং শব্দে।

পর্দাগুলো উথাল পাথাল হয়ে পত পত শব্দে উড়তে থাকে।


মনের মাঝে শুরু হয় অজানা কোনো শিহরন অার নিরবতায় কাঁপতে থাকে শরীর।


সময়ের অবগুণ্ঠন সরিয়ে তুমি অাসতে পরম বিলম্বিত লয় মেনে।


ঝুল বারান্দার ব্যালকনিতে দুজনে দাঁড়িয়ে আমরা ভালবাসা যাপন করতাম।


আকাশে বাতাসে ভেসে আসতো ফুলের সৌরভ,বড়ো মোহিত করতো আমাদেরকে।


নিকষ কালো অন্ধকারে বৃষ্টির শন শন শব্দে আর জোনাকির আলো সঞ্চারনে এক অাচ্ছন্ন নিরবতা গ্রাস করতো আমাদের।


অমোঘ প্রেমের টানে হারিয়ে যেতাম,পরম উষ্ণ আলিঙ্গনে দুটো শরীরের ঘ্রাণ নিতে।


ঠোঁটদুটো কামড়ে ধরে বিনিময় করতো আদর যাপন।


ফিরে পেতাম এক মোহময়ী স্বর্গীয় সুখের রাজ্য,সেখানে শুধু তুমি আর আমি গহীন মনের এক অনাবিল আনন্দের সাক্ষী।

**************************************** 

#ভেজা_নীলখাম

✍ শৈলেন মন্ডল

০৪/১০/২০২০


অনাদরে ভেজা পড়ে বেনামী নীলখাম

তাতে লেখা এক অনাহুতের নাম।


যত্নের অপেক্ষায় মলাট যতো ধূসর

মলিন ততো আদরের শেষ বাসর।


মনপিয়নটা গুমরে মরে আজ

নেই মনেতে দামী কোনো সাজ।


বিদায় বেলায় অজান্তে দিয়ে চিঠি 

স্মৃতিগুলো একটা সময় খেত লুটোপুটি। 


দিনটা ছিল স্বপ্নে মোড়া রঙীন

আজও ভাবলে মন হয় উদাসীন।


ফেলে যাওয়া টুকরো টুকরো স্মৃতি 

আজও ডাকে মন কেমনের অনুভূতি। 


আবেগ ছিল হৃদয় দেওয়ার বেলায়

অনুভূতিরা আজ একলা ফেলে পালায়।


দিয়ে গেছে আঘাতের পর আঘাত

ভিজিয়ে দিয়ে দুটি অাঁখিপাত।


চলেই যদি যাবে তবে এসেছিল কেন?

বুকটা শুধু আজকে হঠাৎ পাথর চাপা যেন।


পিঞ্জরেতে অাঘাত হানে রক্তক্ষরণ যতো

মনটা যে আজ নীলাম হয়ে কান্না আসে শত।


অবুঝ মনটা মানতে না চায় থাকে অপেক্ষায়

সব শুধাবে জেনো একদিন যদি দেখা পায়।

**************************************** 

#ব্যর্থতার_অবগুন্ঠন

✍শৈলেন মন্ডল

০২/১০/২০২০


তোমার অবহেলায় বাড়ে মনে তীব্র যন্ত্রনার উচ্ছ্বাস।  মন কেমনে কালো রাত্রির বিছানায় সুসজ্জিত কষ্টের উপকরণ। 


অলীক স্বপ্নরাই বাস্তবের ঢেউয়ে বড্ড বাঁধনহারা হয়ে যায়।


স্বপ্নের বিভোর আবেগ জানে তোমার কাছে না আসার উদাসীন চরম ব্যর্থতার কথা।


মনের গহীনে তোমার আনাগোনাটা যেন সাপ লুডো খেলার মতো হয়ে গেছে।

 

বক্ষভেদী অবহেলার আবরনটা কিছুতেই সরতে চায় না। 


মনে তোমার আনাগোনা হলেও তোমার তুমি যেন আজও সেই অধরা রয়ে গেলে। 


হঠাৎ বৃষ্টি থেমে গিয়ে মেঘভাঙ্গা রোদ্দুর দেখা যায় তোমার দেখা মেলে না। 


তবুও কিন্তু কল্পনার কবিতায় রচিত হয় তোমার আমার মহামিলনের উল্লাসিত ছক।


টুকরো টুকরো শব্দ জুড়ে কবিতারাও একটা আবেগ ভরা উন্মাদনা সৃষ্টি করে।


উদ্দেশ্যহীন কল্পনার আলিঙ্গনে রচিত হয় রক্তক্ষরণের স্রোতের ব্যর্থতা।


আকাশলীনার শেষ চুম্বনের পরখটা গড়ে দেয় ব্যর্থ প্রেমিকের গল্প। 


অসীম অপূর্ণতা নিয়ে লেপ্টে যেতে চায় একবুক যন্ত্রনা আবহ। 


ঘুমঘুম চোখে বারে বারে হাতড়ে বেড়াই শুধু তোমাকে। 


মন মেতে যায় কল্পনার সুগভীর গোপন সিৎকারে।


রাতের আকাশে মিটমিট করে জ্বলে ওঠা তারাগুলো কেমন যেন ক্রুর হাসি হাসে।