Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা প্রভাব লক্ষ্মীপুজোতেও

দেশমানুষডেস্ক, তমলুক, জয়দীপ পন্ডা : এবার লক্ষ্মী পুজোতে শিল্পীদের কপালে হাত। এবার মারণ ভাইরাস করোনা আবহে প্রতিমা শিল্পী থেকে লোকশিল্পী সবাই এর মন ভালো নেই। পোড়া মাটির লক্ষ্মী গণেশ শিল্পী ধলহরা নিবাসী শিল্পী সুকদেব পাল আক্ষেপ এর …

 


দেশমানুষডেস্ক, তমলুক, জয়দীপ পন্ডা : এবার লক্ষ্মী পুজোতে শিল্পীদের কপালে হাত। এবার মারণ ভাইরাস করোনা আবহে প্রতিমা শিল্পী থেকে লোকশিল্পী সবাই এর মন ভালো নেই। 

পোড়া মাটির লক্ষ্মী গণেশ শিল্পী ধলহরা নিবাসী শিল্পী সুকদেব পাল আক্ষেপ এর সুরে বলেন, এবার মূর্তির কোনো চাহিদা নেই। বহু কষ্টে দিন কাটাচ্ছি। 


মূর্তি বিক্রেতা দেবব্রত জানা জানালেন, এবার বিক্রি খুব খারাপ। আগে ভালো বিক্রি হতো। এবছর লক্ষ্মী গণেশ মূর্তি জোড়া 20টাকা তে বিক্রি করছি। আবার ফুল ও ফল এর দাম আকাশ ছোঁয়া। ফলে এবার মধ্যবিত্ত পরিবারের লক্ষী দেবীর আরাধনা কোনো রকম করেই সারতে চাইছেন গৃহকর্তীরা।