Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গের প্রশাসনকে রাজনৈতিক ভৃত্য বললেন রাজ্যপাল

তরুন চট্টোপাধ্যায়আবারও পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে দিল্লিতে বোমা ফাটালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীশ ধনকড় । গতকাল রাজ্যপাল দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। আর সেখানেই কথা হয় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে …

 

রাজ্যপাল জগদীশ ধনকড়

তরুন চট্টোপাধ্যায়

আবারও পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে দিল্লিতে বোমা ফাটালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীশ ধনকড় । গতকাল রাজ্যপাল দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। আর সেখানেই কথা হয় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে । অমিত শাহকে তিনি সবিস্তারে এ রাজ্যের প্রশাসন কেমন চলছে তা জানান।সুষ্ঠু ভাবে পশ্চিমবঙ্গের নির্বাচন যে হবে না তাও বলেন।কারন এখানে সরকার ও প্রশাসন এক হয়ে বিরোধীদের এক ঘরে করে রেখেছে।

প্রশাসন সরকারের মুখাপেক্ষি হয়ে কাজ করছে। আজ তারা সরকারের রাজনৈতিক ভৃত্য। আই এ এস ও আই পি এসেরা মমতা বন্দোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে কাজ করছেন। প্রশাসন দলদাস হলে যা হয় তাই চলছে পশ্চিমবঙ্গে। 

পুলিশের কথা উল্লেখ করে রাজ্যপাল বলেন , এখানে অবাধে জঙ্গী কার্যকলাপ চলছে। অ্যাম্বুলেন্স করে বোমা নিয়ে যাচ্ছে । অথচ পুলিশ ঠুঁটো জগন্নাথ । তৃণমূল দল যা করছে তাতে পুলিশের সায় রয়েছে। রাজ্যপাল জগদীশ ধনকড়ের সঙ্গে মমতা সরকারের প্রথম দিন থেকেই সাপে নেউলে সম্পর্ক । নানা ইস্যুতে বিতর্ক লেগেই আছে। তৃণমূলের কাছে রাজ্যপালের পরিচয় তিনি নাকি বিজেপির মাইক্রোফোন ।

বিজেপি দলের হয়ে দিনরাত কথা বলে যাচ্ছেন । রাজ্যপাল জগদীশ ধনকড় 1 লা নভেম্বর দার্জিলিং যাচ্ছেন। সেখানে নাকি একমাস থাকবেন। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি রেগেই যান। বলেন , এর আগে কোন রাজ্যপাল কি উওর বঙ্গ যান নি। আমি ওতো আগে দার্জিলিং গেছি। আসলে রাজ্য পাল বুঝতে পারেন এর পর বিমল গুরুং এর কথা আসবে। তাই আগে ভাগেই সাংবাদিক দের চুপ করাতে এটি তাঁর কৌশল। 2021 এর বিধান সভা ভোট এলো বলে। আর আবার ও শুরু হতে চলেছে রাজ্য সরকার ও রাজ্য পালের নানা বাক বিতন্ডা ।