Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা উর্দ্ধমুখী দুই মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতা, তমলুক: এবার দুই মেদিনীপুরে মোট করণা আক্রান্তের সংখ্যাটা ছাড়িয়ে গেল ২৫ হাজারের গণ্ডি। সেই সঙ্গে দুই মেদিনীপুরে মৃত্যুর সংখ্যাটাও এখন প্রায় সাড়ে তিনশোর দোরগোড়ায়। যা বাঙালি দূর্গা পুজো উৎসবের আনন্দে অনেকটাই জ…

 


নিজস্ব সংবাদদাতা, তমলুক: এবার দুই মেদিনীপুরে মোট করণা আক্রান্তের সংখ্যাটা ছাড়িয়ে গেল ২৫ হাজারের গণ্ডি। সেই সঙ্গে দুই মেদিনীপুরে মৃত্যুর সংখ্যাটাও এখন প্রায় সাড়ে তিনশোর দোরগোড়ায়। যা বাঙালি দূর্গা পুজো উৎসবের আনন্দে অনেকটাই জল ঢালতে পারে বলে অনুমান করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। 

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় মোট করণা আক্রান্তের সংখ্যা ১৩০৭২জন। অর্থাৎ এক দিনেই জেলায় ১৫৪জন সংক্রামিত হয়েছেন। অপরদিকে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫৪জনের সংক্রমণ ঘটেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যাটা ১১৯৫২জন। ফলে দুই মেদিনীপুরে এখন মোট করণা আক্রান্তের সংখ্যাটা ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এক্ষেত্রে অবশ্য আশার আলো বলতে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই দুই মেদিনীপুর জেলায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরতে পেরেছেন প্রায় ২২হাজার করোনা জয়ী।

 তবে উল্টো দিকে আবার মৃত্যুর সংখ্যাটাও দুই মেদিনীপুরে বেড়েই চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট করণা আক্রান্ত মৃত্যুর সংখ্যা শনিবার রাত পর্যন্ত ছিল ১৬৬। এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও একই ভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৮২জন।

 অর্থাৎ বিগত ২৪ঘন্টায় নতুন করে দুই জেলায় ৪জন বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। এদিকে জেলার পাশাপাশি তমলুক পৌরসভা এলাকাতেও আক্রান্তের সংখ্যাটা ক্রমশই বাড়তে বাড়তে প্রায় সাড়ে তিন শতাধিক ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে অ্যাক্টিভ রোগীর সংখ্যাটাও দুই মেদিনীপুরে যথাক্রমে ১২৬৬এবং ১৩০১জন।