Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

রবীন্দ্রনাথ .… কালের উর্ধ্বেশর্মিষ্ঠা ভৌমিক
 প্রজন্ম ব্যাপী তোমার বিস্তার.. শিরায় শিরায়..স্পন্দনে ধমণীর!  কয়েকটি কলমের আঁচড় লুপ্ত আগ্নেয়গিরি যেন ... সাজের অহঙ্কার..সকল অলঙ্কার..মরীচিকা হেন ! কলমের বোলের মুখর ঝংকারে অহঙ্কার পথ…

 


রবীন্দ্রনাথ .… কালের উর্ধ্বে

শর্মিষ্ঠা ভৌমিক


 প্রজন্ম ব্যাপী তোমার বিস্তার..

 শিরায় শিরায়..স্পন্দনে ধমণীর! 

 কয়েকটি কলমের আঁচড় লুপ্ত আগ্নেয়গিরি যেন ...

 সাজের অহঙ্কার..সকল অলঙ্কার..মরীচিকা হেন !

 কলমের বোলের মুখর ঝংকারে অহঙ্কার পথ হারায় ..

 সুর-ঝর্ণার কলতান আজ‌ও হাসায়..কাঁদায় !

 জানা নেই ধৃতরাষ্ট্রের চোখের ভাষা..রাধার গোপনব্যথা ...

 তোমার মনের আয়নায় তারা বলে যায় কত কথা !

 প্রকৃতির সহজপাঠে বোলপুর প্রান্তর ...

 বিশ্বসত্তার‌ আলিঙ্গনে শিক্ষার রূপান্তর!!

 উপনিষদের আলোয় উদ্ভাসিত এক আত্মা ....

  আগ্রাসনের বিপরীত মেরু..তুমি জীবাত্মা !!!

  তোমার মুক্তপথের পথিক অনেক..কর্ম নিষ্কাম..

  বিশ্বাসে পরমাত্মা তুমি ..পরম নির্ভরতার নাম !!

  প্রণমি বিশ্বপ্রেমিক.. বিশ্বায়নের আধার !!

  আজ‌ও প্রাসঙ্গিক ...সম্প্রীতির অক্লান্ত ভাষ্যকার !!