Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শুভ বিজয়ার শুভেচ্ছা ও শুভকামনা*************শিরোনাম -সোনালী দিন************উৎপল রাউত***********২৬/১০/২০*************
শীতের সকাল কুয়াশা ভরা মাঠআবছা প্রকৃতি তোমার চৌকাঠ,খেজুরের রসে কলস গিয়েছে ভরেরসের গন্ধে শিউলির স্বপ্ন ঝরে !
শীতল …

 


শুভ বিজয়ার শুভেচ্ছা ও শুভকামনা

*************

শিরোনাম -সোনালী দিন

************

উৎপল রাউত

***********

২৬/১০/২০

*************


শীতের সকাল কুয়াশা ভরা মাঠ

আবছা প্রকৃতি তোমার চৌকাঠ,

খেজুরের রসে কলস গিয়েছে ভরে

রসের গন্ধে শিউলির স্বপ্ন ঝরে !


শীতল বাতাসে কাঁপন অঙ্গে দেয়

চাদর জড়ানো উষ্ণতা দেহ চায়,

পেটে অগ্নি মুখে বের হয় ধোঁয়া 

কিশোর মননে খুশির লাগে ছোঁয়া ।


সকালে ছোটা জমির আল ধরে

  শর্ষে ক্ষেতে প্রকৃতির আঁচল ওড়ে,

শিশির ভেজা শর্ষের অবগাহন

আনন্দাশ্রু নিখিলের নিশ্চুপ পতন !


হাঁসের দল সৈনিক চলে বেঁধে সারি 

দীঘিতে খাদ্য খোঁজায় দিন কাবারি,

সবুজ জলের দীঘি ডাকে 'তোরা আয়,

কেমনে কাটাই নিশ্চুপ নিস্তব্ধতায়?'


কয়েকশো বছরের বটের আঁধার

হাত তুলে কিশোরকে ডাকে বারবার,

বটের ঝুরি এগিয়ে দেয় ভালবাসায়,

সোনালী দিন কাটে ঝুরি দোলনায় !


বৃথাই খোঁজা অতীতের আনন্দের দিন

যদিও সকল স্মৃতি হৃদয়ে অমলিন !

উদাসী হাওয়ায় ধূলি ওঠে রাস্তায়

আমার স্মৃতি তারা ধূসর করতে চায় ।


***************