Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

ভালবাসার মাতালমৃগয়া মৃগয়া ১২/৮/২০২০
আমি পথ হারানো প্রেমের পথে ভালবাসার মাতাল আমার হয় না নেশা মহুয়া ফুলে মদের নেশা আঁখির কোণেযখন তোমার বাঁকা চোখের ছুড়ে দাও,তখন আমার হয় যে নেশা মেটে না মোর প্রেম পিয়াসাকোন তপতীর হৃদয় লাগি হলেম বিব…


 ভালবাসার মাতাল

মৃগয়া মৃগয়া 

১২/৮/২০২০


আমি পথ হারানো প্রেমের পথে ভালবাসার মাতাল 

আমার হয় না নেশা মহুয়া ফুলে মদের নেশা আঁখির কোণে

যখন তোমার বাঁকা চোখের ছুড়ে দাও,

তখন আমার হয় যে নেশা 

মেটে না মোর প্রেম পিয়াসা

কোন তপতীর হৃদয় লাগি হলেম বিবাগী। 

আমি পথ হারানো প্রেমের পথে ভালবাসার মাতাল হয়েছি।


নিশীথ রাতের নেশার ভারে

নেশা আমার নয়ন জুড়ে 

কোন পাপিয়া পিউ স্বরে দোলা দিয়ে যায়

আমি পথ হারানো প্রেমের পথের ভালবাসার মাতাল । 

 

কোন যমুনার দোলা লাগে আমার সুরাপাত্র তলে

মলিন ঘরের বাতি আমার নয়ন ভোলায় যবে

প্রলয় নেশার মাতালি ঐ ধূপের ধূম্র ঘোরে

কার ওড়ানো ওড়না খানি আমায় মাতাল করে।

আমি সেই পথ হারানো প্রেমের পথের ভালবাসার মাতাল হয়ে।

যাবো ভালবেসে ।