মিথ্যে প্রেমের রেশসুদীপ্তা দে সরকার
মেঘের বুকে বৃষ্টি দিয়ে লিখবোনা আর নাম,ঝোড়ো হাওয়ায় উড়িয়ে দেবো গোপন চিঠির খাম।ইচ্ছে করে হারিয়ে যাবো নিরুদ্দেশের পথে,হাতের ওপর রাখবোনা হাত,হাঁটবোনা একসাথে।ভাসিয়ে দেবো ইচ্ছেগুলো নীল সাগরের ম…
মিথ্যে প্রেমের রেশ
সুদীপ্তা দে সরকার
মেঘের বুকে বৃষ্টি দিয়ে লিখবোনা আর নাম,
ঝোড়ো হাওয়ায় উড়িয়ে দেবো গোপন চিঠির খাম।
ইচ্ছে করে হারিয়ে যাবো নিরুদ্দেশের পথে,
হাতের ওপর রাখবোনা হাত,হাঁটবোনা একসাথে।
ভাসিয়ে দেবো ইচ্ছেগুলো নীল সাগরের মাঝে,
ফিরবোনা আর কোনোদিনও তোমার মনের কাছে।
স্বপ্নগুলো বিবর্ণ আজ একলা কেঁদে মরে,
উবে গেছে রংগুলো সব,তোমার যাওয়ার পরে।
একলা রাতের আকাশতলে খুঁজবোনা আর তারা,
শিশির ভেজা শীতের ভোরে জাগবো তোমায় ছাড়া।
শ্যাওলা ধরা ঘরের কোণে দুঃখ নিয়ে চাষ,
বুকের ভিতর বাঁধবোনা আর,তোমায় নিয়ে আশ।
ধীরে ধীরে মিলিয়ে যাবে মিথ্যে প্রেমের রেশ,
ব্যথার ওপর প্রলেপ দিয়ে এই তো আছি বেশ।