Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

বিপথে
মৌসুমী মন্ডল
22/10/2020
স্বপ্নের রঙের ছবি স্বপ্নেরই মত হয়-কখনও, কখনও ভোরের আলো ওগোধূলির পেলবতায়বেড়ে যায় তার রূপ-গন্ধ৷ফুলের মুর্ছনাতেও উথালপাতাল করার রসদ যোগায়হৃদয়ের মাঝে৷তবু আজ -কাল করে সময়ও তো চলে যায়--ঠিক দেমাকেরই তালে৷তবে ক…

 


বিপথে


মৌসুমী মন্ডল


22/10/2020


স্বপ্নের রঙের ছবি স্বপ্নেরই মত হয়-

কখনও, কখনও ভোরের আলো ও

গোধূলির পেলবতায়

বেড়ে যায় তার রূপ-গন্ধ৷

ফুলের মুর্ছনাতেও উথাল

পাতাল করার রসদ যোগায়

হৃদয়ের মাঝে৷

তবু আজ -কাল করে 

সময়ও তো চলে যায়--

ঠিক দেমাকেরই তালে৷

তবে কে শোধরাবে ভুল তার-

যে পাখি চলে বিচ্ছিন্ন কোন 

পথে ধ্বংসের কাছে?

অবাধ আকাশে -বিষাক্ত কোন

স্পর্শের টানে আজ সে মেতে

উঠেছে অদম্য উল্লাসে৷

জানি যখন কাটবে নেশা

বদলে যাবে তখন সব

স্বপ্নগুলোও তার-

বিপরীত সীমানায় বেহাতির মত৷

তখনও থাকবে সূর্য,থাকবে তারা

শুধু পৃথিবী হারাবে তার

আসল স্নিগ্ধতা ওই অন্ধকারে৷৷