কবিতা শিরোনাম -আমি বাঁচতে চাই কলমে -অপর্ণা চক্রবর্তী তারিখ -১৫/১০/২০২০
তুমি মা হবে শুনে সবাই বেশ খুশি হয়েছিলসময়ের সাথে সাথে একটু একটু করে আমি তোমার মধ্যে বড়ো হচ্ছিলাম।আমার আসায় তুমি বেজায় খুশি হয়েছিলে,খুশি হবারই কথা।মাতৃত্বে…
কবিতা
শিরোনাম -আমি বাঁচতে চাই
কলমে -অপর্ণা চক্রবর্তী
তারিখ -১৫/১০/২০২০
তুমি মা হবে শুনে সবাই বেশ খুশি হয়েছিল
সময়ের সাথে সাথে একটু একটু করে আমি তোমার মধ্যে বড়ো হচ্ছিলাম।
আমার আসায় তুমি বেজায় খুশি হয়েছিলে,
খুশি হবারই কথা।
মাতৃত্বের চেয়ে বড় কিবা আছে একজন নারীর কাছে
তুমি নারী জন্মের পূর্ণতা অর্জন করতে চলেছো।
আমি তোমার খুশি বেশ বুঝতে পারছি তোমার মধ্যে থেকে
জানো মা! আমি এখন তোমাকে অনুভব করতে পারি।
তোমার আদর তোমার ভালোবাসা ঘিরে শুধু আমি ।
না জানি তারপর কি হয়েছে-
তুমি কেমন বদলে যাচ্ছো মা
বুঝতে পারছি তোমার মন আর আগের মতো হাসিখুশি নেই
কেমন বিষাদের মেঘে ছেয়ে গেছে তোমার মনের আকাশ।
কি এতো ভাবো চুপ করে বসে?
তোমার অস্তিত্ব তোমার অধিকার হারিয়ে ফেলার ভয় গ্রাস করছে তোমাকে?
আমিও তো এরই মধ্যে কত কি ভেবে নিয়ে ছিলাম
তোমার আদর তোমার ভালোবাসা সবই তো আমার জন্য ছিল ,শুধু আমার।
আজ খুব কষ্ট হচ্ছে আমার
আমি যে আর পাঁচ জনের মতো তোমার আদর ভালোবাসা পেতে চাই মা
আজ আমার অস্তিত্বও বিপন্ন।
আমি যে পৃথিবীর প্রথম আলো দেখতে চাই
চিৎকার করে একবার কেঁদে উঠতে চাই
তোমার গলা জড়িয়ে তোমাকে মাতৃত্বের স্বাদ দিতে চাই
পারবে না মা সব প্রতিকূলতা উপেক্ষা করে আমাকে পৃথিবীর আলো দেখাতে?
জানি !তুমিও আমার মতো অসহায়।
পারবে না মা! তোমার সব অসহায়তা দূর করে আমাকে মা বলে ডাকার অধিকার দিতে?
আমি যে বাঁচতে চাই মা!
পৃথিবীর আলো দেখতে চাই মা।