Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

.সেলাম কালাম...কলমে.. শুভ্রাংশু কুম্ভকারতারিখ..১৫/১০/২০২০
অন‍্যরকম দৃষ্টিভঙ্গি ছিল জীবনের প্রতি,উড়ন্ত পাখির ডানায় দেখতেন স্বপ্ন সফল গতি।অদম্য এক প্রতিজ্ঞায় অটল শৈশবকাল থেকে,মনের গোপনে পুষে রাখতেন আপন স্বপ্নটাকে।বাবার উৎসাহ, মার ভা…

 


.সেলাম কালাম...

কলমে.. শুভ্রাংশু কুম্ভকার

তারিখ..১৫/১০/২০২০


অন‍্যরকম দৃষ্টিভঙ্গি ছিল জীবনের প্রতি,

উড়ন্ত পাখির ডানায় দেখতেন স্বপ্ন সফল গতি।

অদম্য এক প্রতিজ্ঞায় অটল শৈশবকাল থেকে,

মনের গোপনে পুষে রাখতেন আপন স্বপ্নটাকে।

বাবার উৎসাহ, মার ভালোবাসা, দাদার আদর স্নেহ,

অভাব অনটন সত্বেও ছিল খুশিতে পূর্ণ গৃহ।

শিখতেই হবে, পারবই আমি, নাছোড়বান্দা জেদ,

উড়ে যাক ঘুম,বিশ্রামহীন শরীরে ঝরুক স্বেদ।

অধ‍্যয়নে মগ্ন হতেন পাঠ‍্য বিষয়ের গভীরে,

সেঁচে আনতেন নতুন যুক্তি ডুব দিয়ে জ্ঞান সাগরে।

শুধু তাত্বিক নয়,ব‍্যবহারিক জ্ঞান অসীম সাগর প্রায়,

পদার্থবিদ‍্যায় সীমাবদ্ধ নয়,কারিগরি জ্ঞান চাই।

বুঝে গেছিলেন সঠিক কথাটি শিক্ষাজীবন মাঝে,

বিমান উড়ানোর স্বপ্ন সফল এম আই টি মাদ্রাজে।

ডানা নাই থাক, স্বপ্ন তো আছে তাতেই সফল হবো,

লক্ষ‍্যে অবিচল থেকে সঠিক কর্মটি করে যাবো।

এই মনোভাবে সব জয় করে গরীব মাঝির ছেলে,

মায়ের আশিসে, বাবার দোয়ায় সর্ব সফল হলে।

উপগ্ৰহ কক্ষে স্থাপন,কত মিসাইল ছোঁড়ো,

পরমাণুধর রাষ্ট্র হিসাবে ভারতকে তুমি গড়ো।

সর্বোচ্চ দেশ নাগরিক হলে সবার নয়নমণি,

আসল ভারতরত্ন হিসাবে কালাম স‍্যারকে মানি।

ছাত্রছাত্রীর বুকের শক্তি কালাম স‍্যারের কথা,

সংগ্ৰামময় জীবনটা এক শিক্ষণীয় গাথা।

কর্মব‍্যস্ত শেষ শ্বাসেতেও কালাম তুমি ধন‍্য,

জন্মদিনে হাজার সেলাম জানায় এই নগন্য।