#আমিই_সেই_মেয়ে#কলমে_কবিতা_সামন্ত
আমিই সেই মেয়ে...ছোট থেকে বড় হয়েছিবাবা মার আদর যত্ন পেয়ে,আমিই সেই মেয়ে...সমস্ত মানব জন্মের সৃষ্টি আমারই জঠর হতে যোনি পথ দিয়ে,আমিই সেই মেয়ে...যাকে দেখলেই নর পশু গুলোর জীহ্বা থেকে লাভা টপকায় গিয়ে,আমিই…
#আমিই_সেই_মেয়ে
#কলমে_কবিতা_সামন্ত
আমিই সেই মেয়ে...
ছোট থেকে বড় হয়েছি
বাবা মার আদর যত্ন পেয়ে,
আমিই সেই মেয়ে...
সমস্ত মানব জন্মের সৃষ্টি
আমারই জঠর হতে যোনি পথ দিয়ে,
আমিই সেই মেয়ে...
যাকে দেখলেই নর পশু গুলোর
জীহ্বা থেকে লাভা টপকায় গিয়ে,
আমিই সেই মেয়ে...
যাকে ভরা সভায় নগ্ন করে
আনন্দে মেতে উঠিস অট্টহাসির
কলরবে নিজেদেরকে রাখিস মাতিয়ে।
আমিই সেই মেয়ে...
যাকে ভোগ করে ভাবিস
অবলা নারীকে দিয়েছি হারিয়ে.
আমিই সেই মেয়ে...
যাকে মাতৃ জঠরেই ধ্বংস করেছিস
পৃথিবীর আলো দেখতে না দিয়ে,
আমিই সেই মেয়ে...
যাকে মা বলে ডেকে ছিলি প্রথম
নিষ্পাপ শৈশব হৃদয় দিয়ে,
আমিই সেই মেয়ে...
যাকে আবার পূজা করিস
মাতৃ রূপে হৃদয়ে শ্রদ্ধা ভক্তি জাগিয়ে,
আমিই সেই মেয়ে...
নর পশু গুলোর শত অন্যায়
লুকিয়ে রেখে দিই মমতার আঁচল দিয়ে,
আমিই সেই মেয়ে...
ভালো মন্দ সবার জন্ম দিয়েছি
মাতৃত্বের স্বাদ পুরন করতে চেয়ে,
আমিই সেই মেয়ে...
সৃষ্টি করেও পরে থাকতে হয় অন্ধ
কুপেতে কলঙ্ক মেখে গায়ে,
আমিই সেই মেয়ে...
চাইনা এমন নারী জন্ম;
আজ শত যন্ত্রণায় ভাবি
ভুল করেছি পৃথিবীতে নারী জন্ম নিয়ে।।