*** ভয়***(আমার কবিতা)++++++++---রমা মোহান্ত ।।যদি যত পাপ জন্মিয়াছে ধ্বংস হয়ে যায় ,যদি ভাগিরথী এসে সব ধুয়ে দেয়,যদি নব পলিমাটি ধরণী মাখায়,নব সৃষ্টির সূচনা যদি হয়,তবে হবে সেই দিন, তুমি যাহা চাও ,স্বপ্ন আঁক তোমার কল্পনায়..!স…
*** ভয়***(আমার কবিতা)++++++++---রমা মোহান্ত ।।
যদি যত পাপ জন্মিয়াছে ধ্বংস হয়ে যায় ,
যদি ভাগিরথী এসে
সব ধুয়ে দেয়,
যদি নব পলিমাটি ধরণী মাখায়,
নব সৃষ্টির সূচনা যদি হয়,
তবে হবে সেই দিন,
তুমি যাহা চাও ,স্বপ্ন আঁক তোমার কল্পনায়..!
সেদিন কি তুমি আমি কেউ, রহিব হেথায় ..??
যেদিন করেছে গ্ৰাস পৃথিবীকে..হায়..!!
কি জানি, কি জানি,
কি যে ঘটে যায়..!
এখন চারিদিকে বড়ো দুঃসময় ..!!
কি জানি, কি জানি,কি জানি কি হয়..!!
মনে বড়ো ভয়,
কার কার ঘর ভেঙে যায় ...!!
কারই বা অমূল্য ধন,
ধূলায় লুটায়...!!
আশ্চর্য মানুষ এখন ..!
যার কান্না সেই কাঁদে,
অন্যে - ফিরে ও না চায়।
হাসির ফোয়ারা ছুটায় ।
এই তো সময় এখন,
এর জন্য ই ভয়,
এযে বড়ো দুঃসময়..!!
***ভয়***----রমা মোহান্ত।