#সাধারণতন্ত্র
#সায়ন্তিকা
দুপুরের ভাত ঘুম ছেড়ে আমি বৃষ্টি দেখি ,অলস জানালার ফাঁক দিয়ে দেখছি সবুজ পাতাগুলো যুবতী হয়ে উঠছে ক্রমশ!তুমি তুমি করেছি তো এতগুলো বছর ۔۔۔۔তাই আজ ভাবলাম একটু সুখ খুঁজি আমার চার দেয়ালের মাঝে !
আমাদের মতন মেয়ের…
#সাধারণতন্ত্র
#সায়ন্তিকা
দুপুরের ভাত ঘুম ছেড়ে আমি বৃষ্টি দেখি ,
অলস জানালার ফাঁক দিয়ে দেখছি সবুজ পাতাগুলো যুবতী হয়ে উঠছে ক্রমশ!
তুমি তুমি করেছি তো এতগুলো বছর ۔۔۔۔
তাই আজ ভাবলাম একটু সুখ খুঁজি আমার চার দেয়ালের মাঝে !
আমাদের মতন মেয়েরা খুব অল্পতেই দুঃখ পেতে ভালোবাসে ,
আর তোমরা যারা পুরুষ মানুষ ۔۔۔তারা কবির তকমা সেঁটে বাহবা কুড়িয়ে যায় !
দুপুর গড়িয়ে সন্ধ্যে নামলেই শহরে জেগে ওঠে রাতপাখিরা ,
আমি বহমান স্রোতের সাথে ভেসে যাই কবিদের চৌকাঠে !
এদিক ওদিক ছড়িয়ে থাকা শুকনো পাতাগুলো আমাকে প্রাচীনতার মানে শেখায় !
সভ্যতার প্রাচীর ঠেলে ঠিকরে বেরিয়ে আসে ইতিহাসের কিছু পৃষ্ঠা ۔۔۔۔
তখন তোমরা ভুলে যাও ۔۔۔۔۔۔তোমাদের দুঃখকে !
মাত্র কয়েক মিনিটের নীরবতা পালন ۔۔۔
মানব মানবী আবারও রঙিন মুখোশের ভিড়ে খুঁজবে সাধারণতন্ত্রের মানে ,
শুধু অসাধারণ হবে কবিরা !