কখন ফিরবে ভালোবাসা ----------------------অমিত কুমার নস্কর ১২ | ১০ | ২০২০
জীবন যন্ত্রণার নেশাতুর জাফরীর গুল্ম ভেজা শ্বাস গড়াতে গড়াতে দেখেছিলাম তারপিনে সেঁটে থাকা বৈচিত্র্যময় ভালোবাসা ....ঋতুর প্রাচীর ভেঙে কখন আহত পাখির দেহে স্পর্শ …
কখন ফিরবে ভালোবাসা
----------------------
অমিত কুমার নস্কর
১২ | ১০ | ২০২০
জীবন যন্ত্রণার নেশাতুর জাফরীর
গুল্ম ভেজা শ্বাস গড়াতে গড়াতে
দেখেছিলাম তারপিনে সেঁটে থাকা
বৈচিত্র্যময় ভালোবাসা ....
ঋতুর প্রাচীর ভেঙে কখন আহত
পাখির দেহে স্পর্শ করেছিল
ভালোবাসার কোমল হাত ,
সেদিন নিষাদ ফাগুন বেলায়
দলছুট কোকিলা নি-সঙ্গ নিঃসহায় ------
তার বুকে বেঁধা ছিল নিষাদ তীর
সে তীর তুলেছিলাম অতি সন্তর্পণে ,
কলজের রক্তক্ষরণ অঙ্গে দিয়েছিলাম
স্নেহের প্রলেপ .....
শান্তির দৃষ্টি মেলে চেয়েছিল
আমার দৃষ্টিক্ষণে ----
প্রেম হলো সঙ্গ হলো
মধুর সখ্যতা হলো দোঁহে
কখনো খুনসুটি অভিমান পলকের মোহে.....
ভালোবাসা হলো আমাদের
ভালো বাসা গড়লাম ইট কাঠ পাথরে ,
ভালোবাসার রাজপ্রাসাদে কেবল
নিঃসার্থ ভালোবাসা .....
পাখিরা যখন বিষন্ন তাপে পুড়ে পুড়ে
অস্তগামী হয়
বিপন্ন মরাল স্রোতের প্রতিকুলে
চাঁদও জড়িয়ে যায় চিতাভস্মের
জীবন্ত কোলাহলে
আমার ভালোবাসা তখন ঠায় নিলীমায় ......
তারপর একদিন হঠাৎ সাইক্লোন !!!
সবুজের মাথা ঠোকাঠুকি
পেঁজা তুলোর ভেলা খান খান
নিলীমার সামিয়ানা খণ্ড খণ্ড
বিশ্বাস চুরি করে হারিয়ে গেল
ভালোবাসার পাখি -----
রোজ একই দানাপানি কি ভালো
লাগে কখনো ?
নতুন দাঁড়ে নতুন খাবারের মোহে
পালিয়ে গেল ভালোবাসা পাখি ।
ভালোবাসা পালিয়ে গেছে ঠিকই
ঠিকানা তার ভালো বাসা ,
ভালো বাসাটি রয়ে গেল শূন্য ভালোবাসায়
ভালো বাসায় দিন কাটে সেই একা
পথ চেয়ে তাই চেয়ে থাকি আশায়
কখন ফিরবে ভালোবাসা ...... !!
*স্বত্ত্ব সংরক্ষিত*
অমিত