Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

শিরোনাম- অসময়ী মধ্যান্তরকলমে- শান্তনু দাসতারিখ- ১৪/১০/২০২০ ইং------------------------------------------------------------------মন জমিনের আল পথে আজ অল্প আনাগোনা-কল্প পায়ের নিশান দেখি হৃদ-কন্দরের মুখে, অনেক খুঁজি স্মৃতির পাতায় ন…

 


শিরোনাম- অসময়ী মধ্যান্তর

কলমে- শান্তনু দাস

তারিখ- ১৪/১০/২০২০ ইং

------------------------------------------------------------------

মন জমিনের আল পথে আজ অল্প আনাগোনা-

কল্প পায়ের নিশান দেখি হৃদ-কন্দরের মুখে, 

অনেক খুঁজি স্মৃতির পাতায় নেই'তো জানাশোনা-

তারপরেও ভীষণ চেনা ছাপ রেখে যায় বুকে। 


কোন্ পরশের গন্ধ ভাসে মন-কেমনের বায়-

জীবনতরী থমকে দাঁড়ায় শোনে কোন'বা ডাক, 

পেছন ফেলা সময় পারে মন-হারানোর গাঁয়-

হারিয়ে এলাম জ্যোৎস্না ভেজা রাত পাখিদের ঝাঁক। 


অটবীর নিঝুমতা সাক্ষী থাকে নির্ঘুম নিশীর-

বিজন দুপুর সাক্ষী থাকে প্রবীণ ন্যগ্রোধ তল, 

অলস দিনের সাক্ষী থাকে ক্লান্ত ঊষার শিশির, 

মন-ভোলানো কালের হাওয়া শুকায় অশ্রুজল। 


নৈঋত পর্দীপতন চকিত ঋতুর নাট্যশালায়, 

অসময়ী মধ্যান্তরে দায় ঝাড়ে দায়ে'র থালায়। 

------------------------------------------------------------------