Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

মা আসছেন,নিস্তার নেইসমীর পাইক
কামদুনি থেকে হাথ রস,লক্ষ কোটি হা হুতাশ !!!ফুল ,চোখের জল ভালোবাসায় মাখামাখি!!দিস্তা দিস্তা পাতায় কবিতা,শাসকের বজ্রকঠিন মুষ্ঠিকিছু অঙ্গীকার!!!লাভ লোকসানের দাঁড়িপাল্লায় মাপাঘটনা!!!!বছরের পর বছর বিচার…

 


মা আসছেন,নিস্তার নেই

সমীর পাইক


কামদুনি থেকে হাথ রস,

লক্ষ কোটি হা হুতাশ !!!

ফুল ,চোখের জল ভালোবাসায় মাখামাখি!!

দিস্তা দিস্তা পাতায় কবিতা,

শাসকের বজ্রকঠিন মুষ্ঠি

কিছু অঙ্গীকার!!!

লাভ লোকসানের দাঁড়িপাল্লায় মাপা

ঘটনা!!!!

বছরের পর বছর বিচারের দ্বারে

মাথা কোটা!!

মাঝে নতুন নতুন নির্ভয়ার আগমন,

কাপুরুষ,নপুংসক দলের 

শীত নিয়ন্ত্রিত ঘরে আরাম কেদারায় বসে,

আস্বাদনের ঢেঁকুর তোলা!!!!

ব্যতিক্রমী দুর্গা, প্রতিমা মিশ্রা, টুম্পা

মৌসুমী কয়ালরা,

এ অসুর নিধন করবেই,

চারিদিকে কাশফুলের শোভায় 

শিউলির সুরভিতে

জেগে উঠেছে,

শঙ্খ নীনাদে তার আগমন বার্তা, দিকে দিকে ছড়িয়ে পড়েছে!!

মা দশভূজা র আগমন!!!!

মহিষাসুরদের নিস্তার নেই।